—ফাইল ছবি।
অগুস্তা-ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার ঘুষকাণ্ডের অন্যতম অভিযুক্ত ব্রিটিশ দালাল (মধ্যস্থতাকারী) ক্রিশ্চিয়ান মিশেল জেমসকে জামিন দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার একটি বেঞ্চ এই নির্দেশ দিয়ে পর্যবেক্ষণে জানিয়েছে, মিশেল গত ছ’বছর ধরে জেলে রয়েছেন। এই বিষয়ে এখনও তদন্ত চলছে। তাই জেল হেফাজত দীর্ঘায়িত করার প্রয়োজন নেই।
৩৬০০ কোটি টাকার অগুস্তা ঘুষকাণ্ডের অন্যতম অভিযুক্ত মিশেলকে ২০১৮ সালে দুবাই থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছিল। সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি কংগ্রেস তথা গান্ধী পরিবারের সঙ্গে তাঁর ‘যোগাযোগের’ অভিযোগ তুলেছিলেন। রাফাল যুদ্ধবিমান চুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠার পরে বলেছিলেন, ‘‘মিশেল মামার জন্যই কি রাফালে আপত্তি কংগ্রেসের?’’ তবে সিবিআই মামলায় জামিন পেলেও আপাতত তিহাড় জেল থেকে ছাড়া পাবেন না মিশেল। বেআইনি আর্থিক লেনদেনের একটি মামলায় তাঁর জামিনের আবেদন এখন দিল্লি হাই কোর্টের বিবেচনাধীন।
প্রসঙ্গত, ভিভিআইপিদের জন্য চপার (হেলিকপ্টার) কিনতে ২০১০ সালে ব্রিটিশ সংস্থা অগুস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি করেছিল তৎকালীন ইউপিএ সরকার। ৩৬০০ কোটি টাকার ওই চুক্তিতে ১২টি হেলিকপ্টার কেনার কথা হয়েছিল। কিন্তু ২০১৩-র শুরুতে অভিযোগ ওঠে, চুক্তিতে ঘুষের লেনদেন হয়েছে। নাম জড়ায় তৎকালীন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগীর। সিবিআই তদন্তের নির্দেশ দেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। পরে বিতর্কের মুখে চপার চুক্তি বাতিল করে মনমোহন সরকার। সিবিআই গ্রেফতার করে ত্যাগীকে। তদন্তে উঠে আসা তিন দালালের মধ্যে মিশেল এক জন।