Kushinagar Mosque Demolition Case

মসজিদ ভেঙে আদালত অবমাননায় অভিযুক্ত যোগী সরকার! জবাব চেয়ে সুপ্রিম কোর্টের নোটিস

সুপ্রিম কোর্টের ২০২৪ সালের ১৩ নভেম্বরের নির্দেশের পরেও কুশীনগরের মসজিদ ভেঙে উত্তরপ্রদেশ সরকার আদালত অবমাননা করেছে বলে অভিযোগ জানানো হয়েছিল। তারই প্রেক্ষিতে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৩

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

কুশীনগরে ‘অবৈধ ভাবে নির্মিত’ একটি মসজিদ ভেঙে ফেলার ঘটনায় সুপ্রিম কোর্ট নোটিস পাঠাল উত্তরপ্রদেশ সরকারকে। সোমবার বিচারপতি বিআর গবই এবং এজি মসিহের বেঞ্চ এ বিষয়ে কৈফিয়ত তলব করেছে যোগী আদিত্যনাথের সরকারের কাছে।

Advertisement

২০২৪ সালের ১৩ নভেম্বর বিচারপতি গবই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ নির্দেশ দিয়েছিল, কোনও বেআইনি নির্মাণ ভাঙতে হলেও তা করতে হবে নির্দিষ্ট নিয়ম মেনেই। এ বিষয়ে সংবিধানের ১৪২ ধারা অনুযায়ী নির্দেশিকা জারি করেছিল দুই বিচারপতির বেঞ্চ। যোগী সরকারের ‘বুলডোজ়ার নীতি’র বিরুদ্ধে আবেদনের জেরেই ওই নির্দেশ দেওয়া হয়েছিল।

কিন্তু তার পরেও কুশীনগরের মসজিদ ভেঙে উত্তরপ্রদেশ সরকার আদালত অবমাননা করেছে বলে আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। তারই প্রেক্ষিতে পাঠানো হয়েছে নোটিস। প্রসঙ্গত, গত ৮ ইলাহাবাদ হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশের সময়সীমা শেষ হওয়ার পরেই কুশীনগরের তিনতলা মাদানি মসজিদের ‘বেআইনি অংশ’ ভাঙার তোড়জোড় শুরু করেছিল উত্তরপ্রদেশ সরকার। ৯ ফেব্রুয়ারি ভাঙার কাজ শেষ করে মজসিদ চত্বর সিল করে দেওয়া হয়। এর পরেই সরকারি পদক্ষেপকে ‘আদালত আবমাননা’ বলে চিহ্নিত করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। দুই বিচারপতির বেঞ্চ সোমবার নোটিস পাঠিয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে জানতে চেয়েছে, কেন আদালত অবমাননার অভিযোগে মামলা শুরু হবে না।

Advertisement
আরও পড়ুন