US Deportation to India

ট্রাম্প অবৈধবাসী ফেরত পাঠাতেই তৎপর পঞ্জাব সরকার, ৪০ জন ট্রাভেল এজেন্টের লাইসেন্স বাতিল

চলতি মাসে গোড়া থেকেই হাতকড়া পরিয়ে, শিকল বেঁধে আমেরিকার মাটি থেকে ভারতীয় অবৈধবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের সরকার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৪
Punjab Government cancels licences of 40 travel agents for sending Indians illegally to US

আমেরিকার বায়ুসেনার এই সি-১৭ গ্লোবমাস্টার বিমানেই ফেরত পাঠানো হয়েছে অবৈধবাসীদের। —ফাইল ছবি।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার দফায় দফায় অবৈধবাসী ফেরত পাঠানোয় নানা প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে জালিয়াতির দায়ে অভিযুক্ত ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে করা পদক্ষেপ করতে সক্রিয় হয়েছে পঞ্জাবের আপ সরকার। সোমবার পুলিশ রিপোর্টের ভিত্তিতে ৪০ জন ‘ভুয়ো’ ট্রাভেল এজেন্টের লাইসেন্স বাতিল করা হয়েছে।

Advertisement

গত ৩ ফেব্রুয়ারি থেকে তিন দফায় হাতকড়া পরিয়ে, শিকল বেঁধে আমেরিকার মাটি থেকে ভারতীয় অবৈধবাসীদের অমৃতসর বিমানবন্দরে ফেরত পাঠানো হয়েছে। পানামা ঘুরেও পাঠানো হয়েছে কয়েক জন অবৈধ অভিবাসীকে। ঘটনাচক্রে, যাঁদের বড় অংশই পঞ্জাবের বাসিন্দা। আর তার পরেই এই তৎপরতা সে রাজ্যের আম আদমি পার্টি সরকারের।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি আমেরিকা থেকে বিমানে করে প্রথম দফায় অমৃতসরে ফেরত পাঠানো হয়েছিল ১০৪ জন অবৈধবাসী ভারতীয়কে। ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ১১৯ জন এবং ১৬ ফেব্রুয়ারি তৃতীয় দফায় ১১২ জনকে একই ভাবে ফেরত পাঠানো হয়। পঞ্জাব পুলিশ জানিয়েছে, মোট ২৭১টি ভুয়ো ট্র্যাভেল সংস্থার মাধ্যমে আমেরিকায় গিয়েছিলেন ওই ভারতীয়েরা। তাঁদের মধ্যে প্রথম দফায় অমৃতসরের ৪০ ট্র্যাভেল এজেন্টকে নিষিদ্ধ ঘোষণা করা হল। নোটিস পাঠানো হয়েছে বাকিদেরও।

Advertisement
আরও পড়ুন