Punjab

‘শত্রু’ ভেবে গুলি! গ্যাংস্টারের বাবার কীর্তিতে নাকানিচোবানি খেল পঞ্জাবের পুলিশ

সাহিল কুমার নামে ওই গ্যাংস্টারের বাড়িতে সাদা পোশাকে হানা দিয়েছিলেন ভাটিন্ডা পুলিশের সন্ত্রাসদমন শাখার আধিকারিকেরা।

Advertisement
সংবাদ সংস্থা
লুধিয়ানা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ ২২:০০
Representational image of Arrest

প্রতীকী ছবি।

শত্রুপক্ষের লোক প্রাণে মারতে এসেছে। এমন সন্দেহে পুলিশের উপর এলোপাথাড়ি গুলি চালিয়ে গ্রেফতার হলেন গ্যাংস্টারের বাবা! শনিবার পঞ্জাবের মোগা শহরে ঘটনাটি ঘটেছে। সাহিল কুমার নামে ওই গ্যাংস্টারের বাড়িতে সাদা পোশাকে হানা দিয়েছিলেন ভাটিন্ডা পুলিশের সন্ত্রাসদমন শাখার আধিকারিকেরা। এলোপাথাড়ি গুলি চালনার ঘটনায় ওই পুলিশকর্মীদের কয়েক জন অল্পবিস্তর আহতও হয়েছেন।

মোগা পুলিশ সূত্রে খবর, গ্যাংস্টার হরপ্রীত সিংহ ওরফে হ্যারিকে খুঁজতেই শহরে এসেছিল ভাটিন্ডার পুলিশ। এই হ্যারি ‘সন্ত্রাসবাদী সংগঠন’ খলিস্তান টাইগার ফোর্স (কেটিএফ)-এর কুখ্যাত জঙ্গি অর্শদীপ সিংহ গিল ওরফে অর্শ দাল্লার ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত। অর্শ বর্তমানে কানাডায় গা ঢাকা দিয়ে রয়েছেন। হ্যারির হদিস পেতেই সাহিলকে খুঁজছিলেন তদন্তকারীরা।

Advertisement

পুলিশ সূত্রে দাবি, সাহিল বর্তমানে জামিনে মুক্ত। সন্ত্রাসবাদী কার্যকলাপ থেকেও দূরে রয়েছেন। এই পরিস্থিতিতে সাধারণ পোশাকে কয়েক জন খুঁজছে জানতে পেরে ঘাবড়ে যান সাহিল! মোগা দক্ষিণ থানার পুলিশ আধিকারিক লছমন সিংহ জানান, সাদা পোশাকের পুলিশকে বিরুদ্ধ গোষ্ঠীর লোক ভেবে নেন সাহিল। আর সেই সময়েই গুলি ছুড়তে আরম্ভ করেন তাঁর বাবা সুরিন্দরপাল। পুলিশ আধিকারিকের কথায়, ‘‘এই ঘটনায় কেউ গুলিবিদ্ধ হননি। তবে কয়েক জন পুলিশকর্মীর সামান্য আঘাত লেগেছে। সুরিন্দরপালকে গ্রেফতার করা হয়েছে।’’ ধৃতের দাবি, অনিচ্ছাকৃত ভাবেই তিনি গুলি চালিয়ে দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement