ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। —ফাইল চিত্র।
দেশের পশ্চিম সীমান্তে ভারতের ‘প্রতিপক্ষ’ ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সেনার উদ্দেশে এমনটাই জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। একই সঙ্গে সন্ত্রাসবাদ রুখতে ভারতীয় সেনার তৎপরতারও প্রশংসা করেন তিনি। বস্তুত, মঙ্গলবারই পাকিস্তানি ফৌজ জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করেছিল। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। এর পরেই নাম না-করে পাকিস্তানকে বিঁধলেন প্রতিরক্ষামন্ত্রী।
বৃহস্পতিবার সেনা কমান্ডারদের এক সম্মেলনে বক্তৃতা করছিলেন রাজনাথ। ওই সময়ে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি বাহিনী যে ভাবে সামাল দিচ্ছে, তার প্রশংসা করেন মন্ত্রী। বিশেষ করে উপত্যকায় জঙ্গি কার্যকলাপ মোকাবিলায় সেনা এবং অন্য নিরাপত্তা বাহিনীর সমন্বয়ের কথা তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী। সম্প্রতি মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পাকিস্তানের বিরুদ্ধে ‘ছায়াযুদ্ধে’র অভিযোগ তুলেছিলেন। নয়াদিল্লি-ইসলামাবাদ সম্পর্কের প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ভারত সব সময় শান্তি চেয়েছে। কিন্তু পাকিস্তান তার পরিবর্তে ছায়াযুদ্ধ চালিয়ে গিয়েছে। এ বার সেনাকর্তাদের উদ্দেশেও একই বার্তা দিয়ে রাখলেন রাজনাথ।
২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি পুনর্নবীকরণ করার পর থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা বিশেষ ঘটেনি। তবে গত ফেব্রুয়ারি মাস থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর নানা ধরনের হামলার ঘটনা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। ফেব্রুয়ারি মাসেই আইইডি বিস্ফোরণে নিহত হয়েছেন দুই সেনা জওয়ান। আহত হয়েছেন আরও এক জন। এরই মধ্যে মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতে প্রবেশ করে পাক সেনা। তারা এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে বলে অভিযোগ।
পরে বুধবার সেনার তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, মঙ্গলবার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানি সেনা ভারতে প্রবেশ করায় কৃষ্ণঘাটি সেক্টরে মাইন বিস্ফোরণ হয়। এর পর তারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বিনা প্ররোচনায় লাগাতার গুলি চালিয়েছে। ভারতীয় সেনাও পাল্টা মোক্ষম জবাব দিয়েছে।