Bangladeshi Arrest

মহারাষ্ট্রে গ্রেফতার আরও ১৬ বাংলাদেশি! ভারতে অবৈধ ভাবে বাস, ধরল পুলিশের জঙ্গিদমন শাখা

অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে এ দেশে বসবাস শুরু করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ১৬ বাংলাদেশিকে। মহারাষ্ট্রের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে শুক্রবার তাঁদের গ্রেফতার করে সে রাজ্যের পুলিশের জঙ্গিদমন শাখা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৪
মহারাষ্ট্র পুলিশের জঙ্গিদমন শাখার অভিযানে গ্রেফতার ১৬ বাংলাদেশি।

মহারাষ্ট্র পুলিশের জঙ্গিদমন শাখার অভিযানে গ্রেফতার ১৬ বাংলাদেশি। — প্রতীকী চিত্র।

বাংলা, ত্রিপুরা, অসমের সীমান্তবর্তী এলাকায় মাঝেমধ্যেই বাংলাদেশিদের অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ উঠে আসে। তবে সম্প্রতি দিল্লি, মহারাষ্ট্র থেকেও একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছেন। শুক্রবার আরও ১৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছেন মহারাষ্ট্রে।

Advertisement

বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে মহারাষ্ট্রের বিভিন্ন শহরে তাঁরা বাস করতে শুরু করেছিলেন বলে অভিযোগ। শুক্রবার মহারাষ্ট্র পুলিশের জঙ্গিদমন শাখার এক বিশেষ অভিযানে ওই ১৬ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে অন্তত ছ’জন মহিলা রয়েছেন। ভারতে থাকার জন্য তাঁদের কাছে কোনও নথি পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। মহারাষ্ট্রের নভি মুম্বই, ঠাণে, সোলাপুর এবং জালনা অঞ্চল থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃতেরা অবৈধ ভাবে এ দেশে প্রবেশ করার পর কোনও ভাবে জাল আধার কার্ড এবং অন্য ভারতীয় পরিচয়পত্র জোগাড় করেছিলেন।

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বার করতে এই পুলিশি অভিযান গত কয়েক দিন ধরেই চলছে মহারাষ্ট্র এবং দিল্লির বিভিন্ন অঞ্চলে। গত বুধবারও মুম্বই, নভি মুম্বই, ঠাণে এবং নাসিকের বিভিন্ন জায়গায় স্থানীয় থানাগুলির সহযোগিতায় অভিযান চালিয়ে ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশের জঙ্গিদমন শাখা। ধৃতদের মধ্যে ছিলেন ১৪ জন পুরুষ এবং তিন জন মহিলা। পুলিশ সূত্রে খবর, তাঁদের কাছ থেকে জাল আধার কার্ড এবং প্যান কার্ড মিলেছে।

সম্প্রতি দিল্লি পুলিশও পর পর বেশ কিছু অভিযান চালিয়েছে। গত সপ্তাহেই অবৈধ ভাবে ভারতে বাস করার অভিযোগে দিল্লি থেকে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা ভারতে থাকার কোনও বৈধ নথি না দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ। সব মিলিয়ে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ জন ছিলেন বাংলাদেশি এবং বাকিরা জাল নথি বানাতে তাঁদের সাহায্য করেছিলেন বলে অভিযোগ।

Advertisement
আরও পড়ুন