(বাঁ দিকে) দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়ি। অভিনেত্রী ঊর্মিলা কোঠারি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
শুটিং থেকে ফেরার পথে অভিনেত্রীর গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক শ্রমিকের। গুরুতর জখম আরও এক জন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কান্দিভালিতে। আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিনেত্রীর নাম ঊর্মিলা কোঠারি। শুক্রবার রাতে শুটিং সেরে গাড়ি করে ফিরছিলেন। রাস্তার পাশে মেট্রো প্রকল্পের কাজ চলছিল। সেখানে কয়েক জন শ্রমিক কাজ করছিলেন। আচমকাই অভিনেত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারায়। সেটি রাস্তার পাশে কর্মরত শ্রমিকদের চাপা দেয় বলে অভিযোগ। পয়জ়ার মেট্রো স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রীর চালক। সামান্য আহত হয়েছেন অভিনেত্রীও।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গাড়িটি দ্রুত গতিতে আসছিল। পয়জ়ার মেট্রো স্টেশনের কাছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ধাক্কা দেয়। তার পর রাস্তার পাশের রেলিংয়ে গিয়ে ধাক্কা মেরে সেটি থেমে যায়। সময়মতো গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় অভিনেত্রী প্রাণে বাঁচেন। কিন্তু তাঁর গাড়িচালক গুরুতর আহত হন। এই ঘটনায় বেপরোয়া গাড়ি চালানো এবং গাফিলতির কারণে মৃত্যু-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ।