ইডেনে উল্লাস ভারতীয় ক্রিকেটারদের। ছবি: সমাজমাধ্যম।
সঞ্জু এবং অভিষেক মিলে ওপেন করতে নামলেন। দ্রুত রান তোলা শুরু করেছেন তাঁরা।
ইডেনে জিততে ১৩৩ রান দরকার ভারতের।
ইংল্যান্ডের শেষ ভরসাও সাজঘরে। ৬৮ রানের মাথায় তাঁকে আউট করলেন বরুণ। ৩ উইকেট নিলেন কেকেআরের স্পিনার। ১০৯ রানে ৮ উইকেট পড়ল ইংল্যান্ডের।
গাস অ্যাটকিনসনকেও আউট করলেন অক্ষর। ১০৩ রানে সপ্তম উইকেট হারাল ইংল্যান্ড।
১৬তম ওভারের শেষ বলে ১০০ রান পার ইংল্যান্ডের।
বাটলার টিকে থাকলেও অপর প্রান্তে পর পর উইকেট পড়ছে। এ বার জেমি ওভারটনকে আউট করলেন অক্ষর পটেল। ভাল ক্যাচ ধরেছেন নীতীশ রেড্ডি। ৯৫ রানে ৬ উইকেট পড়ল ইংল্যান্ডের।
ভারতে শুরুটা ভাল হল না বেথেলের। শুরু থেকেই ব্যাটে বলে হচ্ছিল না তাঁর। শেষ পর্যন্ত হার্দিকের বলে আউট হন বেথেল। ১৪ বলে ৭ রান করেছেন তিনি। ৮৪ রানে পঞ্চম উইকেট হারাল ইংল্যান্ড।
ভারতের বিরুদ্ধে একাই লড়ছেন বাটলার। ৩৪ বলে অর্ধশতরান করেছেন তিনি। টি-টোয়েন্টিতে ২৬তম অর্ধশতরান হল তাঁর।
বাটলার ৪৭ ও বেথেল ৩ রানে ব্যাট করছেন।
এক ওভারে জোড়া উইকেট নিলেন কেকেআরের বরুণ। হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোনকে বোল্ড করলেন তিনি। ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড।
বাটলার ৩৪ ও হ্যারি ব্রুক ৬ রানে খেলছেন।
২ উইকেট পড়লেও রান তোলার গতি কমেনি ইংল্যান্ডের। তার প্রধান কারণ বাটলার। হার্দিকের এক ওভারে ১৮ রান দিয়েছেন তিনি। আরশদীপ ভাল বল করলেও নতুন বলে রান দিচ্ছেন হার্দিক। ৪ ওভারে ইংল্যান্ডের রান ৩৫। তার মধ্যে একাই ২৯ রান করেছেন বাটলার।
নিজের দ্বিতীয় ওভারেও উইকেট নিলেন আরশদীপ। আর এক ওপেনার বেন ডাকেটকে ৪ রানের মাথায় ফেরালেন তিনি। ক্যাচ ধরলেন রিঙ্কু সিংহ। ১৭ রানে ইংল্যান্ডের দ্বিতীয় উইকেট পড়ল।
দলের ১২ রানের মধ্যে ১১ রানই করেছেন অধিনায়ক জস বাটলার।
তৃতীয় বলেই আউট ফিল সল্ট। শূন্য রানে আউট হলেন তিনি। আরশদীপ সিংহের বলে ক্যাচ দিলেন সঞ্জু স্যামসনকে।
দলে ফিরলেও প্রথম একাদশে ফিরতে পারলেন না মহম্মদ শামি। তাঁকে বাদ রাখা হয়েছে। ম্য়াচের আগে অনুশীলনে দেখা যাচ্ছিল শামির হাঁটুতে স্ট্র্যাপ বাঁধা রয়েছে। এখনই হয়তো আন্তর্জাতিক ম্যাচে খেলার মতো ফিট নন তিনি। সেই কারণেই শামিকে বাইরে রেখেছে দল।
ভারতের প্রথম একাদশ— সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, নীতীশ রেড্ডি, অক্ষর পটেল, রবি বিশ্নোই, আরশদীপ সিংহ, বরুণ চক্রবর্তী।
ইডেনে টস জিতল ভারত। প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। শিশির পড়ায় পরের দিকে রান তাড়া করতে সুবিধা হতে পারে বলেই বোধহয় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার পর সূর্যকুমার যাদব প্রথম বার ইডেনে নামছেন। আইপিএলের চার বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। তাই এই মাঠ তাঁর কাছে প্রিয়। অন্য দিকে কলকাতাকে অধিনায়ক হিসাবে দু’বার ও মেন্টর হিসাবে এক বার আইপিএল জিতিয়েছেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের কোচ হওয়ার পর তিনিও প্রথম বার ইডেনে নামছেন।
পাঁচ ম্য়াচের সিরিজ়ের প্রথম টি-টোয়েন্টি কলকাতার ইডেন গার্ডেন্সে। ভারত ও ইংল্যান্ড দু’দলই জয় দিয়ে সিরিজ় শুরু করতে চাইছে।