Coromandel Express accident

দুর্ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে, বালেশ্বরে গিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। একই সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি মালগাড়িও। যদিও মালগাড়ির কথা জানায়নি রেল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
বালেশ্বর শেষ আপডেট: ০৫ জুন ২০২৩ ১২:০০
দুর্ঘটনাস্থলে প্রধানমন্ত্রী।

দুর্ঘটনাস্থলে প্রধানমন্ত্রী। ছবি: পিটিআই।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৩ জুন ২০২৩ ১৭:৩৫ key status

দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে: মোদী

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‘এটা দুঃখজনক ঘটনা। আহতদের চিকিৎসায় কোনও খামতি রাখবে না সরকার। খুবই গুরুতর ঘটনা এটা। পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছি। দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।’’

timer শেষ আপডেট: ০৩ জুন ২০২৩ ১৭:১৭ key status

আহতদের সঙ্গে কথা বললেন মোদী

বালেশ্বর হাসপাতালে গিয়ে রেল দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের সঙ্গে কথা বলেন তিনি। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। 

Advertisement
timer শেষ আপডেট: ০৩ জুন ২০২৩ ১৭:০২ key status

বালেশ্বর হাসপাতালে প্রধানমন্ত্রী

দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর বালেশ্বর হাসপাতালে পৌঁছোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখা করবেন আহতদের সঙ্গে। 

timer শেষ আপডেট: ০৩ জুন ২০২৩ ১৬:৪৮ key status

উদ্ধারকাজ খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

বালেশ্বরে দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্ধারকাজ খতিয়ে দেখেন তিনি। 

Advertisement
timer শেষ আপডেট: ০৩ জুন ২০২৩ ১৬:৩০ key status

দুর্ঘটনা পরিস্থিতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

বালেশ্বরে গিয়ে দুর্ঘটনা পরিস্থিতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলেন তিনি। কথা বলেন রেলের পদস্থ আধিকারিকদের সঙ্গেও। 

timer শেষ আপডেট: ০৩ জুন ২০২৩ ১৬:১৯ key status

দুর্ঘটনাস্থল ঘুরে দেখছেন মোদী

বালেশ্বরে দুর্ঘটনাস্থল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী। 

Advertisement
timer শেষ আপডেট: ০৩ জুন ২০২৩ ১৬:০৪ key status

আহতদের সঙ্গে দেখা করবেন মোদী

দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর আহতদের দেখতে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী। 

timer শেষ আপডেট: ০৩ জুন ২০২৩ ১৫:৫৫ key status

বালেশ্বরে পৌঁছলেন প্রধানমন্ত্রী

ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

timer শেষ আপডেট: ০৩ জুন ২০২৩ ১৫:৫০ key status

বালেশ্বর যাওয়ার আগে বৈঠক মোদীর

শনিবার বালেশ্বর যাওয়ার আগে নয়াদিল্লিতে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। ট্রেন দুর্ঘটনা নিয়ে পর্যালোচনা করেন বৈঠকে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন