Sukesh Chandrasekhar

‘আমার জন্য অনেক সইতে হয়েছে, এ বার সব ভাল হবে’, জ্যাকলিনকে নতুন বছরে কী কথা দিলেন সুকেশ?

প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছে সুকেশ। আপাতত তাঁর ঠাঁই সংশোধনাগারে। যদিও সুকেশের দাবি, তাঁর সবটাই ষড়যন্ত্র। প্রথম থেকেই জ্যাকলিনের সঙ্গে সম্পর্কে থাকার দাবি করে এসেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৮:৪০
Sukesh Chandrasekhar writes a heartfelt letter to Jacquline Fernandez for new year

জ্যাকলিনের জন্য সুকেশের প্রেমের বার্তা। ছবি: সংগৃহীত।

সংশোধনাগারে থেকেও প্রেমে ভাটা পড়েনি সুকেশ চন্দ্রশেখরের। সেখান থেকেই প্রেয়সী জ্যাকলিন ফার্নান্ডেজ়ের জন্য প্রেমের বার্তা পাঠান তিনি। নতুন বছরের শুরুতেও সেই ধারাই বজায় থাকল। চিঠি লিখে পাঠালেন তাঁর ‘বেবি গার্ল’কে। চিঠিতেই নিজের প্রেম প্রমাণ করার অঙ্গীকার করলেন সুকেশ।

Advertisement

জ্যাকলিনকে অসংখ্য সোহাগী নামে ডাকেন সুকেশ। চিঠিতে তিনি লিখেছেন, “২০২৫, এই নতুন বছরের সংখ্যা হল ৯। এটাই আমাদের বছর। এই বছরেই তোমার প্রতি আমার প্রেম প্রমাণ করে দেখাব। প্রেমের সবচেয়ে বড় চমক এই বছরই দেব তোমাকে। গোটা বিশ্ব ভাবে আমি প্রেমে মত্ত এবং প্রেম খুব ভয়ঙ্কর। তাদেরকেও আমি অবাক করব।”

প্রতারণার অভিযোগে আপাতত সংশোধনাগারে সুকেশ। যদিও তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। প্রথম থেকেই জ্যাকলিনের সঙ্গে সম্পর্কে থাকার দাবি করে এসেছেন তিনি। সুকেশে কথায়, “কোনও সন্দেহ নেই, আমি তোমায় নিয়ে মত্ত। তুমিই তো বলতে, ‘আমাদের প্রেম পুরনো দিনের মতো। সত্যিই ভালবাসলে পরস্পরের প্রেমে ডুবে থাকতে হয়’।”

জ্যাকলিনের ছবি ‘ফতেহ’ মুক্তি পাচ্ছে আগামী ১০ জানুয়ারি। প্রেয়সীর ছবি দেখার জন্য উদ্‌গ্রীব সুকেশ চিঠিতে লেখেন, “এই সম্পর্কের জন্য তোমাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তার জন্য আমি দুঃখিত। ২০২৫-এ আমরা নতুন করে সব শুরু করব। কথা দিচ্ছি, ২০২৫-এ আমরা দু’জনই নিজেদের গর্বিত করব।”

গত বড়দিনেও জ্যাকলিনের জন্য ‘সান্তা’ রূপে উপহার পাঠিয়েছিলেন সুকেশ। বড় দিন উপলক্ষে প্রেমিকাকে আস্ত একটি আঙুরের বাগিচা উৎসর্গ করেছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন