Shah Rukh Khan

শাহরুখকে হুমকি দেওয়ার ঘটনাতেও বিশ্নোই-যোগ? রহস্য ঘনাচ্ছে আইনজীবীর ‘চুরি যাওয়া’ ফোন ঘিরে

শাহরুখকে হুমকি দিয়ে ফোন করায় অভিযুক্ত আইনজীবীর দাবি, কিছু দিন আগেই তাঁর ফোনটি চুরি হয়। তাই তাঁর ফোন নিয়ে কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছেন, তা তিনি জানেন না বলে দাবি করেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১০:০০
শাহরুখ খান।

শাহরুখ খান। —ফাইল চিত্র।

শাহরুখ খানকে হুমকি দেওয়ার ঘটনায় জড়িয়ে গেল ছত্তীসগঢ়ের এক আইনজীবীর নাম। বৃহস্পতিবার মুম্বই পুলিশ জানিয়েছে, ওই আইনজীবীর ফোন থেকেই শাহরুখকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। যদিও ফায়জ়ান খান নামের ওই আইনজীবীর দাবি, কিছু দিন আগেই তাঁর ফোনটি চুরি হয়। তাই তাঁর ফোন নিয়ে কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছেন, তা তিনি জানেন না বলে দাবি করেছেন তিনি।

Advertisement

আইনজীবীর এই দাবির সত্যতা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। কারণ, ওই আইনজীবী অতীতে শাহরুখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। ১৯৯৪ সালে শাহরুখ অভিনীত ‘অঞ্জাম’ সিনেমায় হরিণ শিকারের কথা বলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার এই প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআই-কে ওই আইনজীবী বলেন, “আমি আদতে রাজস্থানের বাসিন্দা। বিশ্নোই সম্প্রদায় আমার বন্ধু। তারা সম্প্রদায়গত কারণে হরিণকে রক্ষা করে। যদি কেউ হরিণ শিকারের কথা বলে, তবে তা নিন্দাজনক। তাই আমি আপত্তি জানিয়েছিলাম।”

ফায়জ়ান আরও বলেন, “যে বা যারা আমার ফোন থেকে হুমকি দিচ্ছেন, তাঁরা ইচ্ছাকৃত ভাবে এগুলি করছেন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। গত ২ নভেম্বর আমার ফোনটি চুরি হয়ে যায়। আমি পুলিশকে আগেই তা জানিয়েছিলাম।”

বুধবার মুম্বইয়ের বান্দ্রা থানায় একটি ফোন আসে। ফোনের ও পার থেকে বলা হয়, টাকা না দিলে নিস্তার পাবেন না শাহরুখ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ফোনটি রায়পুর থেকে করা হয়েছিল। তদন্তে এ-ও জানা যায়, যে ফোন থেকে হুমকি দেওয়া হয়, সেটি আইনজীবী ফায়জ়ানের। এই ঘটনার পরই মুম্বই পুলিশ একটি মামলা দায়ের করে। ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে মুম্বই পুলিশ।

২ নভেম্বর জন্মদিন ছিল শাহরুখের। প্রতি বছর জন্মদিনের রাতে নিজের বাড়ি ‘মন্নত’-এর ছাদে এসে অনুরাগীদের দেখা দেন তিনি। কিন্তু এ বার ব্যতিক্রম হয়েছে। প্রকাশ্যে আসেননি তিনি। বরং কড়া নিরাপত্তায় ঘেরা ছিল তাঁর বাড়ি। বাড়ির সামনে যাতে বেশি ভিড় না জমে, সেই দিকেও নজর রেখেছিলেন নিরাপত্তারক্ষীরা।

প্রসঙ্গত, অনেক দিন ধরেই লরেন্স বিশ্নোই গোষ্ঠীর নিশানায় রয়েছেন আর এক বলিউড তারকা সলমন। তাঁকেও একাধিক বার খুনের হুমকি দেওয়া হয়েছে। এ ক্ষেত্রেও নাম জড়ায় বিশ্নোই গোষ্ঠীর।

Advertisement
আরও পড়ুন