—প্রতিনিধিত্বমূলক ছবি।
মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন এবং উত্তরপ্রদেশ, কেরলের বিভিন্ন বিধানসভা, লোকসভা আসনে উপনির্বাচনে ২৩ নভেম্বর ফল প্রকাশ হবে। ঠিক তার পরেই ২৫ নভেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশনের ডাক দিল মোদী সরকার। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছে, ২০ ডিসেম্বর পর্যন্ত অধিবেশন চলবে। এর মধ্যে ২৬ নভেম্বর সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বর্ষ উদ্যাপন করতে ২৬ নভেম্বর পুরনো সংসদ ভবন বা সংবিধান সদনের সেন্ট্রাল হলে সংবিধান দিবস পালন হবে।
রাজনৈতিক শিবির মনে করছে, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের উপনির্বাচনের ফল সংসদের অধিবেশনের সুর বেঁধে দেবে। হরিয়ানায় কংগ্রেসকে হারিয়ে উজ্জীবিত বিজেপি। এর পরে মহারাষ্ট্র জিততে পারলে লোকসভা ভোটের পরে মোদী সরকারের উপরে বিরোধীদের চাপ অনেকটাই আলগা হয়ে যাবে। বিরোধীরা কেন্দ্রীয় সরকারকে চিনের সেনার সঙ্গে লাদাখ সীমান্তে কী রফা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কানাডার অভিযোগ নিয়ে প্রশ্নের মুখে ফেলতে পারে। ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি নির্দিষ্ট সময়ে কাজ করলে এই অধিবেশনেই তার রিপোর্ট পেশ হবে।