US Presidential Elections 2024

আমেরিকার ভোটের মোড় ঘুরিয়ে দিতে পারে কী কী বিষয়, বুথফেরত সমীক্ষায় উঠে এল তিন নির্ণায়ক

বুথফেরত সমীক্ষার প্রাথমিক প্রবণতা অনুযায়ী, আমেরিকার বিভিন্ন প্রদেশে প্রেসিডেন্ট নির্বাচনের নির্ণায়ক হতে পারে মূলত তিনটি বিষয়। আর এই বিষয়গুলিই ভোটের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ০৯:৪২
প্রেসিডেন্ট নির্বাচনের ফলগণনা চলছে আমেরিকায়।

প্রেসিডেন্ট নির্বাচনের ফলগণনা চলছে আমেরিকায়। ছবি: রয়টার্স।

আমেরিকায় অধিকাংশ প্রদেশে ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। চলছে গণনার কাজ। এর মাঝেই একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে বিভিন্ন বুথফেরত সমীক্ষার ফল। তাতেই দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচনের নির্ণায়ক হয়ে উঠতে পারে তিনটি মূল বিষয়।

Advertisement

বুথফেরত সমীক্ষার প্রাথমিক প্রবণতা অনুযায়ী, আমেরিকার বিভিন্ন প্রদেশে গণতান্ত্রিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম নির্ণায়ক হতে পারে। সেই সঙ্গে এ বারের ভোটে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে উঠে এসেছে গর্ভপাত সংক্রান্ত জটিলতা। আমেরিকার বিভিন্ন প্রদেশে গর্ভপাতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। চাপানো হচ্ছে একাধিক বিধিনিষেধ। যা ভাল চোখে দেখছেন না ভোটারদের অনেকেই। বুথফেরত সমীক্ষাতেও তার প্রতিফলন ঘটেছে। আর এই তিন বিষয় আমেরিকার ভোটের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন অনেকে।

সিবিসি নিউজ়-এর বুথফেরত সমীক্ষা বলছে, তাদের সমীক্ষায় অংশগ্রহণকারী আমেরিকানদের ১০ জনের মধ্যে ছ’জন মনে করেন প্রেসিডেন্ট নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ণায়ক হওয়া উচিত বিভিন্ন প্রদেশের গণতান্ত্রিক অবস্থা। তা বিবেচনা করেই ভোট দেওয়া উচিত। সমীক্ষায় অংশগ্রহণকারী ভোটারদের পাঁচ শতাংশ মনে করছেন, গর্ভপাত সমস্যা ভোটের নির্ণায়ক হতে পারে। আবার সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রতি ১০ জনের মধ্যে এক জন মনে করেন, হোয়াইট হাউসের কুর্সিতে আগামী চার বছরের জন্য কে বসবেন, তার নির্ণায়ক হওয়া উচিত প্রদেশগুলির অর্থনৈতিক অবস্থা।

সিএনএন-এর বুথফেরত সমীক্ষায় অন্য তথ্য উঠে এসেছে। ওই সমীক্ষা অনুযায়ী, আমেরিকার বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন তিন চতুর্থাংশ ভোটার। এক চতুর্থাংশ ভোটার মনে করছেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোট এবং ভোটপরবর্তী পরিস্থিতি নিয়েও তাঁরা উৎসাহী।

প্রেসিডেন্ট পদে বসার জন্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি লড়ছেন আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী তথা বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ৫০টি প্রদেশের ৫৩৮টি আসনে ভোটগ্রহণ হয়েছে। কোথাও কোথাও এখনও ভোটগ্রহণ চলছে। সরকার গড়ার জন্য এই ৫৩৮টি আসনের মধ্যে ২৭০টিতে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। ভোটগণনার প্রাথমিক প্রবণতায় অবশ্য হ্যারিসের চেয়ে ট্রাম্প কিছুটা এগিয়ে আছেন। তবে এখনও অনেক প্রদেশে গণনা শুরু হয়নি। ফলে যে কোনও মুহূর্তে হিসাব পাল্টে যেতে পারে।

Advertisement
আরও পড়ুন