Uttar Pradesh

স্ত্রী, মেয়ে, দুই ছেলেকে গুলি করে মেরে নিজেও আত্মঘাতী স্বামী, চাঞ্চল্য উত্তরপ্রদেশে

একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, স্ত্রী ও ছেলেমেয়েকে খুনের পরেই নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ০৯:৪২
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্ত্রী, মেয়ে এবং দুই ছেলেকে গুলি করে খুনের পর নিজেও আত্মঘাতী হলেন স্বামী! বুধবার সকালে উত্তরপ্রদেশের বারাণসীতে ঘটনাটি ঘটেছে। একই পরিবারের পাঁচ জনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

ওই পরিবার বারাণসীর ভাদাইনি এলাকার বাসিন্দা। স্থানীয়েরা জানাচ্ছেন, তাঁদেরই আবাসনে ভাড়া থাকত আরও ২০টি পরিবার। বুধবার ভোরে রোজকার মতো পরিচারিকা এসে দেখেন, ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরেও সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখা যায়, মেঝেতে পড়ে রয়েছে পরিবারের চার সদস্যের গুলিবিদ্ধ দেহ। তখনও মহিলার স্বামী নিখোঁজ ছিলেন। এর কয়েক ঘণ্টা পর বাড়ির কাছেই একটি নির্মাণস্থল থেকে তাঁরও গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে।

একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের নাম রাজেন্দ্র গুপ্ত (৫০), তাঁর স্ত্রী নিতু (৪৫), নবনেন্দ্র (২৫), গৌরাঙ্গী (১৬) এবং শুভেন্দ্র (১৫)। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, নিজের স্ত্রী ও ছেলেমেয়েকে গুলি করে খুনের পরেই নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। পুলিশের কর্তা গৌরব বানসওয়াল বলেন, ‘‘সকালেই দেহগুলি উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পারিবারিক বিবাদের জেরেই এই খুন।’’তবে কী কারণে এই ঘটনা ঘটল, খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়েরা আরও জানাচ্ছেন, ওই পরিবারের অনেক সম্পত্তি ছিল, এবং মাসে লক্ষাধিক টাকা আয় করতেন ওই ব্যক্তি। ফলে সম্পত্তির মালিকানা নিয়েই বিবাদের সূত্রপাত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন