pakistan

Pakistan: সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘনকারী দেশের কথা বলা অনুচিত, শাহবাজের মন্তব্যের জবাব ভারতের

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অভিযোগ তুলেছেন, নরেন্দ্র মোদী সরকার সংখ্যালঘু, বিশেষত মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার অধিকার খর্ব করছে।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ২২:৫১
শাহবাজ শরিফ এবংনরেন্দ্র মোদী।

শাহবাজ শরিফ এবংনরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

ধর্মীয় স্বাধীনতা বিতর্কে এ বার যুযুধান ভারত ও পাকিস্তান।

টেলিভিশন অনুষ্ঠানে বিজেপি মুখপাত্রের বিতর্কিত মন্তব্য এবং তার জেরে কানপুরে হিংসা নিয়ে ভারতের বিরুদ্ধে সরব হয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রবিবার তিনি টুইটারে লেখেন, ‘ভারতে ধর্মীয় স্বাধীনতাকে পায়ের তলায় পিষে মারছে নরেন্দ্র মোদী সরকার।’

Advertisement

সোমবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জবাবি বিবৃতিতে বললেন, ‘ভারত মনে করিয়ে দিতে চায়, তাদের প্রতিবেশী দেশটি সংখ্যালঘু অধিকারের ধারাবাহিক লঙ্ঘনকারী, অন্য দেশের বিষয় নিয়ে তাদের কথা বলা উচিত নয়।’

সম্প্রতি একটি টেলিভিশন আয়োজিত আলোচনাসভায় বিতর্কিত মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। তার পরেই হিংসা ছড়ায় কানপুরে। কাতার, ওমান, ইরানের মতো দেশ ইতিমধ্যেই কূটনৈতিক স্তরে ওই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে।

পাক প্রধানমন্ত্রী শাহবাজ পরিস্থিতির সুযোগ নিয়ে অভিযোগ তোলেন, মোদীর সরকার সংখ্যালঘু, বিশেষত মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার অধিকার খর্ব করছে। জবাবে অরিন্দমের বিবৃতি, ‘পাকিস্তানে হিন্দু, শিখ, খ্রিস্টান এবং আহমদিয়া সম্প্রদায়ের উপর কেমন নিপীড়ন চলছে, সারা বিশ্ব তার সাক্ষী।’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আরও পড়ুন
Advertisement