India-Pakistan Border Conflict

মোক্ষম জবাব দিয়েছি! বিবৃতি ভারতীয় সেনার: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এসেই মঙ্গলবার গুলি চালিয়েছে পাকিস্তানি ফৌজ

আবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন! জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল পাকিস্তানি সেনা। এমনটাই খবর ভারতীয় সেনা সূত্রে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ১২:০৫
ভারতীয় সেনা।

ভারতীয় সেনা। —ফাইল ছবি।

আবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন! জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল পাকিস্তানি সেনা। এমনটাই খবর ভারতীয় সেনা সূত্রে।

Advertisement

বুধবার সেনার তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, মঙ্গলবার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানি সেনা ভারতে প্রবেশ করায় কৃষ্ণঘাটি সেক্টরে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর পর তারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বিনা প্ররোচনায় লাগাতার গুলি চালিয়েছে। ভারতীয় সেনাও পাল্টা মোক্ষম জবাব দিয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। এলাকায় কড়া নজরদারি রয়েছে।

২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি পুনর্নবীকরণ করার পর থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা বিশেষ ঘটেনি। তবে গত ফেব্রুয়ারি মাস থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর নানা ধরনের হামলার ঘটনা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। ফেব্রুয়ারি মাসেই আইইডি বিস্ফোরণে নিহত হয়েছেন দুই সেনা জওয়ান। আহত হয়েছেন আরও এক জন। তার আগে কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর তল্লাশি অভিযানের সময় কারনা এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। তারও আগে গত ৪-৫ ফেব্রুয়ারির মধ্যে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কৃষ্ণঘাটি সেক্টর হয়ে পুঞ্চে ঢোকার চেষ্টা করছিল সাত পাকিস্তানি অনুপ্রবেশকারী। ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। শেষমেশ যদিও দু’পক্ষের গুলির লড়াইয়ে সাত জনেরই মৃত্যু হয়েছে। সেনার এক সূত্রের দাবি, নিহত সাত জনের মধ্যে দু’-তিন জন পাক সেনাও রয়েছেন। এ ছাড়া, নিহতদের মধ্যে বাকিরা অল বদর জঙ্গিগোষ্ঠীর সদস্য বলেও দাবি করা হয়েছে। ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল নবীন সচদেব জানিয়েছেন, সম্প্রতি নিয়ন্ত্রণরেখা সংলগ্ন জেলাগুলিতে সন্দেহজনক কাজকর্ম বৃদ্ধি পেয়েছে। সেই সূত্র ধরেই নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকাগুলিতে নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি স্থানীয় থানার সহযোগিতায় তল্লাশি অভিযানও চলছে।

Advertisement
আরও পড়ুন