RBI

Unclaimed Money: নেই কোনও দাবিদার, দেশের বিভিন্ন ব্যাঙ্কে পড়ে রয়েছে ৪৮ হাজার কোটিরও বেশি টাকা!

দেশের বিভিন্ন ব্যাঙ্কে বেওয়ারিশ টাকার পরিমাণ বেড়েই চলেছে। পাহাড়প্রমাণ বেওয়ারিশ টাকার দাবিদার খুঁজতে অভিযান চালানোর সিদ্ধান্ত নিল আরবিআই।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ১৪:৪৯
০১ ১৫
দেশের বিভিন্ন ব্যাঙ্কে বেওয়ারিশ টাকার পরিমাণ বেড়েই চলেছে। পাহাড়প্রমাণ সেই বেওয়ারিশ টাকার দাবিদার খুঁজতে এ বার অভিযান চালানোর সিদ্ধান্ত নিল আরবিআই।

দেশের বিভিন্ন ব্যাঙ্কে বেওয়ারিশ টাকার পরিমাণ বেড়েই চলেছে। পাহাড়প্রমাণ সেই বেওয়ারিশ টাকার দাবিদার খুঁজতে এ বার অভিযান চালানোর সিদ্ধান্ত নিল আরবিআই।

০২ ১৫
যে সব রাজ্য থেকে সবচেয়ে বেশি বেওয়ারিশ টাকা জমা পড়েছে এমন মোট আটটি রাজ্যের উপরই আরবিআইয়ের নজর রয়েছে বলে সূত্রের খবর।

যে সব রাজ্য থেকে সবচেয়ে বেশি বেওয়ারিশ টাকা জমা পড়েছে এমন মোট আটটি রাজ্যের উপরই আরবিআইয়ের নজর রয়েছে বলে সূত্রের খবর।

০৩ ১৫
আরবিআইয়ের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে ব্যাঙ্কগুলিতে যে পরিমাণ বেওয়ারিশ টাকা জমা পড়েছিল তার পরিমাণ ৩৯ হাজার ২৬৪ কোটি।

আরবিআইয়ের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে ব্যাঙ্কগুলিতে যে পরিমাণ বেওয়ারিশ টাকা জমা পড়েছিল তার পরিমাণ ৩৯ হাজার ২৬৪ কোটি।

Advertisement
০৪ ১৫
আরবিআইয়ের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবর্ষে তাদের ভান্ডারে‌ বেওয়ারিশ টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ২৬২ কোটি টাকা।

আরবিআইয়ের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবর্ষে তাদের ভান্ডারে‌ বেওয়ারিশ টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ২৬২ কোটি টাকা।

০৫ ১৫
আরবিআইয়ের নিয়ম অনুযায়ী, যদি কোনও গ্রাহক ১০ বছর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন না করেন, তা হলে সেই অ্যাকাউন্টে জমা টাকাকে বেওয়ারিশ ঘোষণা করা হয়।

আরবিআইয়ের নিয়ম অনুযায়ী, যদি কোনও গ্রাহক ১০ বছর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন না করেন, তা হলে সেই অ্যাকাউন্টে জমা টাকাকে বেওয়ারিশ ঘোষণা করা হয়।

Advertisement
০৬ ১৫
যে সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও রকম লেনদেন হয় না, সেই অ্যাকাউন্ট ‘ডরম্যান্ট’ বা নিষ্ক্রিয় হয়ে যায়।

যে সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও রকম লেনদেন হয় না, সেই অ্যাকাউন্ট ‘ডরম্যান্ট’ বা নিষ্ক্রিয় হয়ে যায়।

০৭ ১৫
সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিটের বেওয়ারিশ টাকা রিজার্ভ ব্যাঙ্কের ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারেনেস ফান্ড (ডিইএএফ বা ডেফ)-এ জমা পড়ে।

সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিটের বেওয়ারিশ টাকা রিজার্ভ ব্যাঙ্কের ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারেনেস ফান্ড (ডিইএএফ বা ডেফ)-এ জমা পড়ে।

Advertisement
০৮ ১৫
আরবিআইয়ের এক আধিকারিকের বক্তব্যকে উদ্ধৃত করে এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যে রাজ্যগুলি থেকে সবচেয়ে বেশি বেওয়ারিশ টাকা জমা পড়েছে সেগুলি হল— তামিলনাড়ু, পঞ্জাব, গুজরাত, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কর্নাটক, বিহার, তেলঙ্গনা, অন্ধ্রপ্রদেশ।

আরবিআইয়ের এক আধিকারিকের বক্তব্যকে উদ্ধৃত করে এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যে রাজ্যগুলি থেকে সবচেয়ে বেশি বেওয়ারিশ টাকা জমা পড়েছে সেগুলি হল— তামিলনাড়ু, পঞ্জাব, গুজরাত, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কর্নাটক, বিহার, তেলঙ্গনা, অন্ধ্রপ্রদেশ।

০৯ ১৫
আরবিআই জানিয়েছে, ব্যাঙ্কের মাধ্যমে গ্রাহকদের মধ্যে সচেতনতা অভিযান চালানো হয়েছে। কিন্তু তার পরেও বেওয়ারিশ টাকার পরিমাণ বেড়েই চলেছে।

আরবিআই জানিয়েছে, ব্যাঙ্কের মাধ্যমে গ্রাহকদের মধ্যে সচেতনতা অভিযান চালানো হয়েছে। কিন্তু তার পরেও বেওয়ারিশ টাকার পরিমাণ বেড়েই চলেছে।

১০ ১৫
আরবিআই জানিয়েছে, এমন অনেক গ্রাহক আছেন যাঁরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পরেও দীর্ঘ সময় ধরে সেই অ্যাকাউন্টে লেনদেন করেন না। এমনকি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কোনও আগ্রহও দেখান না, সচেতনতা প্রচার চালানো সত্ত্বেও এই ধরনের অ্যাকাউন্টের সংখ্যা বেড়েই চলেছে বলে জানিয়েছে আরবিআই।

আরবিআই জানিয়েছে, এমন অনেক গ্রাহক আছেন যাঁরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পরেও দীর্ঘ সময় ধরে সেই অ্যাকাউন্টে লেনদেন করেন না। এমনকি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কোনও আগ্রহও দেখান না, সচেতনতা প্রচার চালানো সত্ত্বেও এই ধরনের অ্যাকাউন্টের সংখ্যা বেড়েই চলেছে বলে জানিয়েছে আরবিআই।

১১ ১৫
প্রতি বছর এই ধরনের অ্যাকাউন্টে জমা টাকা আরবিআইয়ের ‘ডেফ’ অ্যাকাউন্টে জমা পড়ছে।

প্রতি বছর এই ধরনের অ্যাকাউন্টে জমা টাকা আরবিআইয়ের ‘ডেফ’ অ্যাকাউন্টে জমা পড়ছে।

১২ ১৫
কেন বাড়ছে বেওয়ারিশ টাকার পরিমাণ? আরবিআই জানিয়েছে, এর অনেকগুলি কারণ রয়েছে। যেমন, কোনও অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হওয়া, পরিবারের লোকেদের ওই ব্যক্তির অ্যাকাউন্ট সম্পর্কে অবহিত না হওয়া, ভুল ঠিকানা বা অ্যাকাউন্টে কোনও নমিনি থাকা ইত্যাদি।

কেন বাড়ছে বেওয়ারিশ টাকার পরিমাণ? আরবিআই জানিয়েছে, এর অনেকগুলি কারণ রয়েছে। যেমন, কোনও অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হওয়া, পরিবারের লোকেদের ওই ব্যক্তির অ্যাকাউন্ট সম্পর্কে অবহিত না হওয়া, ভুল ঠিকানা বা অ্যাকাউন্টে কোনও নমিনি থাকা ইত্যাদি।

১৩ ১৫
যদি কোনও গ্রাহকের দাবিহীন টাকা আরবিআইয়ের ‘ডেফ’ অ্যাকাউন্টে জমা পড়ে যায়, সেই টাকা ফেরত পেতে হলে যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, গ্রাহককে সেই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে হবে।

যদি কোনও গ্রাহকের দাবিহীন টাকা আরবিআইয়ের ‘ডেফ’ অ্যাকাউন্টে জমা পড়ে যায়, সেই টাকা ফেরত পেতে হলে যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, গ্রাহককে সেই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে হবে।

১৪ ১৫
দাবিহীন টাকা সম্পর্কে বিস্তারিত ভাবে জানা যায় ব্যাঙ্কের ওয়েবসাইটে।

দাবিহীন টাকা সম্পর্কে বিস্তারিত ভাবে জানা যায় ব্যাঙ্কের ওয়েবসাইটে।

১৫ ১৫
সেই টাকা ফেরত পেতে হলে অ্যাকাউন্ট হোল্ডারের প্যান কার্ড, জন্মতারিখ, নাম এবং ঠিকানা দিয়ে ওই ওয়েবসাইট থেকেই সংশ্লিষ্ট ব্যক্তির দাবিহীন টাকা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সেই টাকা ফেরত পেতে হলে অ্যাকাউন্ট হোল্ডারের প্যান কার্ড, জন্মতারিখ, নাম এবং ঠিকানা দিয়ে ওই ওয়েবসাইট থেকেই সংশ্লিষ্ট ব্যক্তির দাবিহীন টাকা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি