নয়ডার কিছু জায়গায় রবিবার সকালে একিউআই ৩০০-র উপরে। — ফাইল চিত্র।
নয়ডা এবং গ্রেটার নয়ডার স্কুলগুলিতে সোমবারও ক্লাস হবে অনলাইনেই। দূষণের মাত্রা কিছুটা কমলেও তা যথেষ্ট নয়। সে কারণে প্রশাসন স্কুলগুলিতে অনলাইনে ক্লাসের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেছে। দূষণের কারণে গত সপ্তাহ থেকেই নয়ডা, গ্রেটার নয়ডার স্কুলগুলিতে অনলাইন ক্লাস চলছে। গাজ়িয়াবাদে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল চলবে অনলাইনেই।
ডিসট্রিক্ট ইনস্পেক্টর অফ স্কুলস (ডিআইওএস) ধরমবীর সিংহ জানিয়েছেন, গত ১৮ নভেম্বর গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। অনলাইনে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস করানোর কথা বলেছিলেন তিনি। দিল্লি এবং এনসিআরে বাতাসের গুণমানের সূচক (একিউআই) ৪৫০-র গণ্ডি ছাড়ানোর কারণে এই নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের মেয়াদ বৃদ্ধি করে ২৫ নভেম্বর করা হয়েছে বলে জানিয়েছেন ধরমবীর।
গত মাস থেকে দিল্লি, নয়ডা, গ্রেটার নয়ডায় বৃদ্ধি পেয়েছে দূষণের মাত্রা। বাতাসের গুণমানের সূচক পৌঁছেছে অতি ভয়ানক পর্যায়ে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি)-এর তথ্য বলছে, রবিবার দিল্লির বাতাসের গুণগত মানের সূচক ৩৬৬ (অত্যন্ত খারাপ)। তবে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় বাতাসের গুণগত মান ৪০০-র (ভয়ানক) উপরে রয়েছে। নয়ডার কিছু জায়গায় রবিবার সকালে একিউআই ৩০০-র উপরে। শুক্রবারই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, আগের তুলনায় দিল্লিতে দূষণের মাত্রা কমলেই তা নিয়ন্ত্রণের জন্য চতুর্থ স্তরের (সর্বোচ্চ) পদক্ষেপ (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৪ বা জিআরএপি-৪) চালু থাকবে অন্তত সোমবার পর্যন্ত। তার পরেই সেই নিয়ে পদক্ষেপ করা হবে। সোমবার পর্যন্ত নয়ডা এবং গ্রেটার নয়ডার স্কুলের ক্লাসও হবে অনলাইনে।