পুলিশের উপস্থিতি টের পেতেই গুলি চালায় জঙ্গিরা। প্রতীকী ছবি।
শহরের এক প্রান্তে গত ১০ দিন ধরে গা-ঢাকা দিয়েছিল আলফা-আই (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেন্ডেন্ট) জঙ্গিরা। খবর পেয়ে রাত দেড়টার সময় সেখানে অভিযান চালায় পুলিশ। ভোররাতে পুলিশের উপস্থিতি টের পেতেই গুলি চালায় জঙ্গিরা। পাল্টা পুলিশ গুলি চালাতেই শুরু হয় গুলি যুদ্ধ। বৃহস্পতিবার ভোরে দু’পক্ষের সেই গুলি যুদ্ধেই অসমের তিনসুকিয়া জেলার মারঘেরিটা টাউনে এক উলফা জঙ্গির মৃত্যু হয়েছে বলে অসম পুলিশ সূত্রে খবর।
এই অভিযানে যুক্ত পুলিশ কর্তারা জানিয়েছেন, মারঘেরিটা টাউনের লেখপানিতে ওই জঙ্গিদের দলটি গত ১০ দিন ধরে থাকছিল বলে খবর পেয়েছিল পুলিশ। বুধবার অসম পুলিশের ডিজিপি জিপি সিংহের নির্দেশেই পুলিশ সেখানে তল্লাশি অভিযান চালায়। পুলিশ-জঙ্গি সংঘর্ষে মৃত আলফা সদস্যের নামও জানতে পেরেছে পুলিশ। মৃত জঙ্গি নেতার নাম উত্তম লাহোন ওরফে উদয় অসম। তিনি আলফার স্বঘোষিত সার্জেন্ট মেজর ছিলেন।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষে গুরুতর জখম হয় উত্তম। তাঁর রক্তাক্ত দেহ সরকারি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসকেরা জানিয়ে দেন, হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। এর দিন কয়েক আগেই গত ২ ফেব্রুয়ারি এক আলফা আই নেতা বুবুল চন্দ্র বড়ুয়া পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল।