Jammu and Kashmir Terrorist Attack

বায়ুসেনার গাড়িতে হামলায় নিহত এক জওয়ান, পুঞ্চে জঙ্গিদের খোঁজে চিরুনিতল্লাশি পুলিশ এবং সেনার

জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বায়ুসেনার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। শনিবারের হামলায় পাঁচ জন জওয়ান জখম হয়েছিলেন। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে হাসপাতালে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ মে ২০২৪ ০৭:৪৪

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বায়ুসেনার গাড়িতে হামলার ঘটনায় মৃত্যু হল এক জওয়ানের। শনিবারের হামলায় গুরুতর জখম হয়েছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। বায়ুসেনার আরও চার জওয়ান ওই হামলায় জখম হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে আরও এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

Advertisement

পুঞ্চের সুরানকোটে এলাকার সানাই গ্রামে শনিবার ভারতীয় বায়ুসেনার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। গাড়ির সামনের কাচ লক্ষ্য করে আচমকা ছুটে আসে ঝাঁকে ঝাঁকে গুলি। পাল্টা বায়ুসেনার জওয়ানেরাও গুলিতে জবাব দেন। তবে এই গুলির লড়াইয়ে জখম হন তাঁদের পাঁচ জন। প্রত্যেকেরই শরীরে এক বা একাধিক গুলি লেগেছে। তাঁদের উদ্ধার করে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় উধমপুর সেনা হাসপাতালে। সেখানে এক জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বায়ুসেনা।

শনিবার হামলার পর থেকেই ওই এলাকায় তৎপর হয়ে উঠেছে নিরাপত্তাবাহিনী। হামলার পরপরই স্থানীয় রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের তরফে শুরু করা হয় তল্লাশি। জঙ্গিদের ঘাঁটি খুঁজতে পথে নামেন নিরাপত্তারক্ষীরা। জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ তল্লাশি অভিযান চলছে। জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনিতল্লাশি চালাচ্ছেন জওয়ানেরা।

ভারতীয় বায়ুসেনা বিবৃতি দিয়ে শনিবারের ঘটনার কথা জানিয়েছে। পাশাপাশি ঘাতক জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালানোর কথাও জানিয়েছে তারা। যে এলাকায় হামলাটি হয়, সেখানে মোতায়েন করা হয়েছে বায়ুসেনার বিশেষ বাহিনীকে।

পুঞ্চ এলাকায় নিরাপত্তাবাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চলতি বছরে এই প্রথম। গত বছর যদিও এই ধরনের হামলা একাধিক বার হয়েছিল। জানা গিয়েছে, পুঞ্চে কাজ সেরে বায়ুসেনা ঘাঁটিতে ফিরছিল জওয়ানদের ওই গাড়ি। ফেরার পথেই এই হামলা। মনে করা হচ্ছে, পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে। আগে থেকে ওই এলাকায় ঘাপটি মেরে লুকিয়ে ছিল জঙ্গিরা। সেনার পাল্টা গুলিতে কোনও জঙ্গি জখম কি না, জানা যায়নি।

Advertisement
আরও পড়ুন