সাইবার প্রতারণার শিকার উত্তরপ্রদেশের নয়ডার এক যুবক। —প্রতীকী চিত্র।
ডেটিং অ্যাপে আলাপ। তার পর প্রেম। প্রেমিকার কথায় ভরসা রেখে সাড়ে ছ’কোটি বিনিয়োগ করে সব টাকা খোয়ালেন উত্তরপ্রদেশের নয়ডার এক যুবক। সব খুইয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দলজিৎ সিংহ নামের ওই যুবক পেশায় ব্যবসায়ী। গত ডিসেম্বরে একটি ডেটিং অ্যাপে এক তরুণীর সঙ্গে আলাপ হয় তাঁর। তার পর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে দু’জনের মধ্যে। দলজিৎ পুলিশকে জানিয়েছেন, ওই তরুণীর কথাতেই একটি ‘ট্রেডিং’ ওয়েবসাইটে প্রথমে ৩ লক্ষ টাকারও বেশি বিনিয়োগ করেছিলেন। সে বার ২৪ হাজার টাকার লাভ হয়েছিল তাঁর। আরও বেশি টাকা বিনিয়োগ করলে লাভের অঙ্ক আরও বাড়বে বলে আশ্বাস দেওয়া হয়।
আরও বেশি লাভের আশায় বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা মোট ৬ কোটি ৫২ লক্ষ টাকা বিনিয়োগ করেন তিনি। কিন্তু এই বিপুল টাকার লভ্যাংশ পাননি তিনি। উল্টে যে ওয়েবসাইটের মাধ্যমে তিনি টাকা ঢেলেছিলেন, সেখান থেকে টাকা চাওয়া হয়। তার পরেই পুলিশের দ্বারস্থ হন ওই যুবক। ওই তরুণীর নাম-পরিচয়ও পুলিশের হাতে তুলে দেন তিনি। যুবকের বক্তব্য, বিনিয়োগ করার টাকার বড় অংশই ঋণ হিসাবে নিয়েছিলেন তিনি। সব টাকা চলে যাওয়ায় রীতিমতো মাথায় হাত তাঁর।