Pushpa 2 Stampede

পুষ্পা ২: ‘আইনশৃঙ্খলার সঙ্গে আপস নয়’! পদপিষ্টের ঘটনায় তেলুগু সিনে জগৎকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী রেবন্তের

বৈঠকে হাজির ছিলেন অল্লুর বাবা অল্লু অরবিন্দ, তেলঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারপার্সন এবং জনপ্রিয় প্রযোজক দিল রাজু এবং বেঙ্কটেশ ডাগ্গুবতী, বরুণ তেজের মতো অভিনেতারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৩:০০
(বাঁ দিকে) তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। অভিনেতা অল্লু অর্জুন (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

(বাঁ দিকে) তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। অভিনেতা অল্লু অর্জুন (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আইনশৃঙ্খলার সঙ্গে কোনও রকম আপস নয়। তেলুগু সিনেমা জগতের অভিনেতা, পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে বৈঠকে এমনই বার্তা দিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। একই সঙ্গে তিনি অভিনেতাদের মনে করিয়ে দিতে চেয়েছেন, ভিড় নিয়ন্ত্রণ করা শুধু পুলিশের একার কাজ নয়, ভক্তদের সামলানোর দায়িত্ব বর্তায় তাঁদের উপরও।

Advertisement

অল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু এবং তাঁর সন্তানের গুরুতর আহত হওয়ার ঘটনা নিয়ে তোলপাড় তেলঙ্গানা সিনে দুনিয়া এবং রাজ্যের রাজনীতিও। সেই ঘটনায় অল্লুকে গ্রেফতার করা হয়েছিল। তার কিছু ক্ষণের মধ্যে জামিনও হয়ে গিয়েছিল তাঁর। কিন্তু তার পরেও জেরার জন্য পুলিশ তাঁকে তলব করে মঙ্গলবার। টানা তিন ঘণ্টা জেরা চলে। এ ছাড়াও অল্লুর বিরুদ্ধে এক কংগ্রেস নেতা আলাদা ভাবে অভিযোগ দায়ের করেন। মঙ্গলবারই গ্রেফতার করা হয় অল্লুর নিরাপত্তারক্ষীকে। ফলে অল্লুর ঘটনা নিয়ে যে টানাপড়েন চলছে তেলঙ্গানায়, সেই টানাপড়েনে ছেদ টানতে তেলুগু সিনে জগতের ‘মাথা’রা মুখ্যমন্ত্রী রেবন্তের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করেন।

সেই বৈঠকে হাজির ছিলেন অল্লুর বাবা অল্লু অরবিন্দ, তেলঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারপার্সন এবং জনপ্রিয় প্রযোজক দিল রাজু। এ ছাড়াও ছিলেন বেঙ্কটেশ ডাগ্গুবতী, নিতিন, বরুণ তেজ, শিব বালাজির মতো অভিনেতারা। হাজির ছিলেন পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাস, হরিশ শঙ্কর, অনিল রবিপুরী এবং ববি। তবে বৈঠকে মুখ্যমন্ত্রী তেলুগু সিনে জগৎকে স্পষ্ট বার্তা দেন যে, আইনশৃঙ্খলার সঙ্গে কোনও রকম আপস করা হবে না। সেই সঙ্গে ৪ ডিসেম্বর পদপিষ্টের ঘটনায় তেলুগু সিনে জগতের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশও করেছেন রেবন্ত। গ্রেফতারির পর পরই অল্লু অর্জুন ছাড়া পেতে তাঁর বাড়িতে তেলুগু সিনে জগতের অনেকেই হাজির হয়েছিলেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী রেবন্ত। সূত্রের খবর, বৈঠকে এই প্রসঙ্গ তুলে তাঁদের ভর্ৎসনাও করেছেন তিনি। এক মহিলা পদপিষ্টের ঘটনায় মারা গেলেন, তাঁর সন্তান মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তাঁদের কথা এক বারও না-ভেবে অল্লুর মুক্তিতে তাঁর বাড়িতে সিনে জগতের লোকেদের হাজির হওয়ার বিষয়টিতে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

Advertisement
আরও পড়ুন