Meerut Murder Case

‘ড্রাম সরিয়ে ফেলার জন্য কয়েক জনকে ডেকে আনেন মুস্কান, তুলতে না পেরে চলে যান তাঁরা’! সৌরভ-হত্যায় পড়শির দাবি

কুসুম জানান, তাঁদের বাড়ি থেকে মুস্কানের বাড়ির বারান্দা স্পষ্ট দেখা যায়। সেখানে একটি নীল ড্রাম নজরে পড়ে। ওই দিন বেলার দিকে কয়েক জন লোক মুস্কানের বাড়িতে আসেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১১:৫৮
(উপরে বাঁ দিক থেকে) সাহিল, সৌরভ এবং মুস্কান। ড্রাম থেকে সৌরভের দেহাংশ উদ্ধার করা হচ্ছে (নীচে)। ছবি: সংগৃহীত।

(উপরে বাঁ দিক থেকে) সাহিল, সৌরভ এবং মুস্কান। ড্রাম থেকে সৌরভের দেহাংশ উদ্ধার করা হচ্ছে (নীচে)। ছবি: সংগৃহীত। ছবি: সংগৃহীত।

সৌরভকে খুনের পর তাঁর দেহ ড্রামে ভরে ঘরের চৌকাঠে চুপ করে বসেছিলেন মুস্কান। তার পর ড্রামটিকে সরিয়ে ফেলার জন্য পাশের গলি থেকে ৭-৮ জন শ্রমিককে ডেকেও এনেছিলেন তিনি। কিন্তু ড্রাম এত ভারী ছিল যে, সেটি তুলতে না পেরে শ্রমিকেরা চলে যান। এক সংবাদমাধ্যমে এমনই দাবি করেছেন মুস্কানের এক প্রতিবেশী কুসুম।

Advertisement

মুস্কান যে বাড়িতে ভাড়া থাকতেন, তার পাশেই কুসুমের বাড়ি। তাঁর দাবি, প্রথম দিকে মুস্কানের আচরণ খুব স্বাভাবিকই ছিল। কিন্তু যে দিন থেকে সাহিলের সঙ্গে তাঁর ওঠাবসা শুরু হয়, সে দিন থেকেই তাঁর আচরণে বদল আসতে শুরু করে। কখনও সামনের রাস্তা দিয়ে মুস্কানের বাড়িতে যাতায়াত করতেন না সাহিল। কখনও পাঁচিল টপকে, কখনও পিছনের দরজা দিয়ে, বেশির ভাগ সময়েই রাতে আসতেন সাহিল। সাহিলের ঘন ঘন যাতায়াত নিয়ে মুস্কানকে পড়শিদের অনেকেই জিজ্ঞাসা করেছিলেন। কিন্তু তাঁকে নিজের ‘ভাই’ বলে পরিচয় দিয়েছিলেন মুস্কান।

কুসুমের দাবি, ৫ মার্চ সকালে বাড়ির চৌকাঠে চুপ করে বসে থাকতে দেখা গিয়েছিল মুস্কানকে। তখনও কেউ ভাবতে পারেননি ওই বাড়িতে একটা খুন হয়ে গিয়েছে। কুসুম জানান, তাঁদের বাড়ি থেকে মুস্কানের বাড়ির বারান্দা স্পষ্ট দেখা যায়। সেখানে একটি নীল ড্রাম নজরে পড়ে। ওই দিন বেলার দিকে কয়েক জন লোক মুস্কানের বাড়িতে আসেন। ড্রামটিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ড্রাম এত ভারী ছিল যে, তাঁরা সেটি না নিয়েই বেরিয়ে যান। এখান থেকেই প্রশ্ন উঠছে, তা হলে পুরোপুরি পরিকল্পনা করেই দেহ লোপাট করার চেষ্টা করেছিলেন মুস্কান।

কুসুমের দাবি, পড়শিরা কেউ ভাবতেই পারছেন না যে, এক রাতের মধ্যে কী ভাবে এত ঘটনা ঘটে গিয়েছে। অথচ তাঁরা টেরও পেলেন না। বাড়িতে পুলিশ আসার পর যখন ড্রামটি ভাঙতে শুরু করে, সেটির ভিতর থেকে যখন টুকরো করা দেহাংশ উদ্ধার হয়, শিউরে উঠেছিলেন প্রতিবেশীরা। কুসুম জানিয়েছেন, তাঁরাও চাইছেন মুস্কান এবং তাঁর প্রেমিকের কঠোর শাস্তি হোক।

গত ৪ মার্চ রাতে সৌরভকে খুনের অভিযোগ ওঠে তাঁর স্ত্রী মুস্কান এবং প্রেমিক সাহিলের বিরুদ্ধে। সেই ঘটনায় দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন