PM Narendra Modi

‘মোদীকে খুনের পরিকল্পনা করা হয়েছে’! হুমকি-ফোন গেল মুম্বই পুলিশের কাছে, ধৃত ৩৪ বছরের মহিলা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মুম্বই পুলিশের ট্র্যাফিক কন্ট্রোল রুমে একটি হুমকি ফোন যায়। বলা হয়, প্রধানমন্ত্রী মোদীকে হত্যার পরিকল্পনা করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৩:৫৮
Mumbai Police receive threat call against PM Narendra Modi, one woman arrested

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল ছবি।

নরেন্দ্র মোদীকে খুনের পরিকল্পনা করা হয়েছে! এমনই হুমকি ফোন গেল মুম্বই পুলিশের কাছে। ফোনটি ৩৪ বছরের এক মহিলা করেন বলে প্রাথমিক ভাবে জানতে পারে পুলিশ। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। তবে পুলিশ সূত্রে খবর, ওই মহিলা মানসিক ভাবে সুস্থ নন। তবুও কেন তিনি এই হুমকি ফোন করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মুম্বই পুলিশের ট্র্যাফিক কন্ট্রোল রুমে একটি হুমকি ফোন যায়। সেই হুমকি ফোনে বলা হয়, প্রধানমন্ত্রী মোদীকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীকে হত্যার জন্য অস্ত্র প্রস্তত রয়েছে বলেও দাবি করা হয়। এই ফোন পাওয়ার পরেই সক্রিয় হয় মুম্বই পুলিশ। তদন্তের পর ওই মহিলাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত বছর জুলাই মাসেও প্রধানমন্ত্রী মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে ফোন গিয়েছিল মুম্বই পুলিশের কাছে।

Advertisement
আরও পড়ুন