Digital Arrest

পুলিশ সেজে ‘ডিজিটাল গ্রেফতার’-এর চেষ্টা মুম্বইয়ে! যুবকের পাল্টা কৌশলে পালালেন ঠগবাজ

নিজেকে অন্ধেরী পূর্ব থানার পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে কিছু বলতে যাচ্ছিলেন, তৎক্ষণাৎ তাঁকে থামিয়ে দিয়ে যুবক বলেন, ‘‘স্যর, নকল উর্দিতে আপনাকে বেশ মানাচ্ছে।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৩:১৮
‘ডিজিটাল গ্রেফতার’ ব্যর্থ করলেন মুম্বইয়ের যুবক। ছবি: সংগৃহীত।

‘ডিজিটাল গ্রেফতার’ ব্যর্থ করলেন মুম্বইয়ের যুবক। ছবি: সংগৃহীত।

দেশ জুড়ে একের পর এক ‘ডিজিটাল গ্রেফতারি’র ঘটনার মধ্যে মুম্বইয়ে এক যুবকের চতুর কৌশলে পাল্টা চাপে পড়ে পালিয়ে বাঁচল ঠগবাজ। শনিবার সকাল। বাড়িতেই ছিলেন ওই যুবক। হঠাৎ ভিডিয়ো কল। ও পাশে দেখা গেল পুলিশের উর্দি পরা এক ব্যক্তিকে। নিজেকে অন্ধেরী পূর্ব থানার পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে কিছু বলতে যাচ্ছিলেন, তৎক্ষণাৎ তাঁকে থামিয়ে দিয়ে যুবক বলেন, ‘‘স্যর, নকল উর্দিতে আপনাকে বেশ মানাচ্ছে।’’

Advertisement

যুবকের কাছ থেকে আচমকা এমন মন্তব্য শুনে কিছুটা থতমত খেয়ে যান পুলিশের বেশে প্রতারক। আবার কিছু বলার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন তাঁকে আবার থামিয়ে দিয়ে মোবাইল ক্যামেরার সামনে নিজের পোষ্যকে ধরেন। তার পর পোষ্যকে দেখিয়ে যুবক বলেন, ‘‘এই যে স্যর, আমাকে দেখে নিন। গ্রেফতার করবেন আমাকে?’’ যুবকের এই কৌশলের জন্যও প্রস্তুত ছিলেন না প্রতারক। সঙ্গে সঙ্গে ফোন কল কেটে দেন।

ঘটনাচক্রে, যে যুবকের কাছে পুলিশ পরিচয়ে প্রতারক ফোন করেছিলেন, সেই যুবকও অন্ধেরী পূর্ব থানা এলাকার বাসিন্দা। তাঁর দাবি, আশপাশে এ রকম অনেক ঘটনা ঘটছে। ‘ডিজিটাল গ্রেফতার’ নিয়ে এখন অনেকেই সচেতন হচ্ছেন। কিন্তু প্রতারক যে ভাবে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ধমকানোর চেষ্টা করেছিলেন, তাঁর সেই প্রচেষ্টা অঙ্কুরেই নষ্ট করে দিয়েছেন। তাঁর প্রতারণা ধরে ফেলেছেন বুঝতে পেরেই প্রতারক পালিয়েছেন। তবে এই যুবক তাঁর বুদ্ধিমত্তার জোরে প্রতারককে ধরে ফেললেও অনেকে ‘ডিজিটাল গ্রেফতারি’র শিকার হয়ে লাখ লাখ টাকা খোয়াচ্ছেন।

Advertisement
আরও পড়ুন