Barasat Incident

টুকরো টুকরো দেহ ভরা বস্তা ভাসছে বারাসতের পুকুরে! দুর্গন্ধ বার হতেই টনক নড়ে স্থানীয়দের

বারাসত পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড এলাকার এক পুকুর থেকে রবিবার সকালে তিনটি বস্তা উদ্ধার করে পুলিশ। কে বা কারা সেই বস্তা পুকুরে ফেলেছে, সে সম্পর্কে কোনও ধারণা নেই এলাকাবাসীর।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১২:৫০
Some human body parts recover from pond in Barasat

পুকুরে ভাসছে প্লাস্টিক ভর্তি দেহাংশ। —নিজস্ব চিত্র।

স্থানীয় পুকুরে গত তিন-চার দিন ধরে কয়েকটি বস্তা ভাসতে দেখেন স্থানীয়েরা। সন্দেহ হলেও সে দিকে তেমন নজর দেননি। তবে শনিবার ওই বস্তার মধ্যে থেকে দুর্গন্ধ বার হতে থাকে। তখনই নড়েচড়ে বসেন এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ এসে ওই বস্তাগুলি উদ্ধার করে। বস্তার মুখ খুলতেই চমকে ওঠেন সকলে। বস্তাভর্তি মানুষের দেহাংশ!

Advertisement

বারাসত পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন হৃদয়পুর এলাকার এক পুকুর থেকে রবিবার সকালে তিনটি বস্তা উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হৃদয়পুর এলাকার এক নম্বর বেঙ্গল কেমিক্যাল সংলগ্ন পুকুরে তিন-চার দিন ধরে কয়েকটি বস্তা ভাসতে দেখা যায়। কে বা কারা সেই বস্তা পুকুরে ফেলেছেন, সে সম্পর্কে কোনও ধারণা নেই এলাকাবাসীর।

তবে শনিবার সকাল থেকেই দুর্গন্ধ বার হতে থাকে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় তা সমস্যার সৃষ্টি করে। তবে এলাকার কেউই পুকুরে নেমে উদ্ধার করেননি। খবর দেওয়া হয় বারাসত থানায়। পুলিশ এসে পুকুরে ডুবুরি নামিয়ে বস্তাগুলি টেনে এনে পাড়ে তোলে। তার পর সেই বস্তার মুখ খুলতেই বেরিয়ে মানুষের শরীরের টুকরো করা অংশ। প্রত্যেক বস্তাই দেহাংশ ভর্তি ছিল।

দেহাংশ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের অনুমান, কেউ বা কারা রাতের অন্ধকারে সকলের অলক্ষ্যে পুকুরে বস্তাগুলি ফেলে দিয়ে গিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরও কোনও দেহাংশ মেলে কি না, তারও খোঁজ শুরু হয়েছে। দেহাংশগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই এই রহস্যের কিছু দিক উন্মোচিত হবে বলে অনুমান পুলিশের। মনে করা হচ্ছে, অন্য কোথাও খুন করার পর দেহ কোনও ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়। তার পর তা প্লাস্টিকের ব্যাগে ভরে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল।

Advertisement
আরও পড়ুন