Deport from India

ভারত থেকে ভিন্‌দেশি বিতাড়ন: বাংলাদেশ দ্বিতীয় স্থানে, প্রথম স্থানে পাঁচ হাজার মাইল দূরের দেশ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ২০২৩-২০২৪ রিপোর্টে বিতাড়ন সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, ভারত থেকে ২০২৩-এর এপ্রিল থেকে ২০২৪-এর মার্চের মধ্যে বিতাড়িত করা হয়েছে দু’হাজার ৩৩১ জন বিদেশিকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৬:৩৩
Most foreigners deported by India in 2023-24 were from Nigeria, Bangladesh revealed by Home Minister annual report

প্রতিনিধিত্বমূলক ছবি।

এক বছরে বেআইনি ভাবে এ দেশে বসবাসকারীদের বিতা়ড়নের তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশিরা। প্রথম স্থানে রয়েছে নাইজেরিয়া। ভারত থেকে সাত হাজার ৬৪৫ কিলোমিটারের (মাইলের হিসাবে চার হাজার ৭৫০) দূরের দেশ নাইজেরিয়ার হাজারের বেশি নাগরিককে এক বছরে বিতারিত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৩-এর এপ্রিল থেকে ২০২৪-এর মার্চ পর্যন্ত এক বছরে দু’হাজারে বেশি বিদেশি নাগরিককে বিতা়ড়িত করা হয়েছে।

Advertisement

কর্মসূত্রে হোক বা পড়াশোনার কারণে, কিংবা ঘুরতে বা অন্যান্য প্রয়োজনে এক দেশের মানুষ অন্য দেশে যান। অন্য দেশ থেকে ভারতে আসা বিদেশির সংখ্যাও নেহাত কম নয়। তবে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও অনেকে এ দেশে থেকে যান। অনেকে আবার জাল নথি ব্যবহার করে পাকাপাকি ভাবে ভারতে থাকতে শুরু করেন। তবে ধরা পড়লে বিপদ। বেশির ভাগ ক্ষেত্রেই বেআইনি ভাবে ভারতে বসবাসকারী বিদেশিদের বিতা়ড়ন করে কেন্দ্র।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ২০২৩-২০২৪ রিপোর্টে বিতাড়ন সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, ভারত থেকে ২০২৩-এর এপ্রিল থেকে ২০২৪-এর মার্চের মধ্যে বিতাড়িত করা হয়েছে দু’হাজার ৩৩১ জন বিদেশিকে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। ওই সময়ের মধ্যে ৪১১ জন অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে নানা সময়ে অভিযোগ প্রকাশ্যে আসে। রাতের অন্ধকারে কাঁটাতার পেরিয়ে বা ভুয়ো নথি ব্যবহার করে ভারতে প্রবেশের অভিযোগ ওঠে। প্রায় প্রতি দিন কোনও না কোনও বাংলাদেশি অভিবাসী পুলিশের জালে ধরা পড়ছেন। যাঁদের কাছে ভারতে থাকার প্রয়োজনী নথি নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ২০২৩-২০২৪ রিপোর্ট অনুযায়ী, এক বছরে এক হাজার ৪৭০ জন নাইজেরিয়ানকে বিতাড়িত করা হয়েছে। তালিকার তৃতীয় স্থানে আছে উগান্ডা। সে দেশের ৭০ জন নাগরিককে বিতাড়িত করেছে ভারত সরকার।

কোনও বিদেশির ভারতে আসা, থাকা, দেশের মধ্যে ঘোরাফেরা আবার নিজের দেশে ফিরে যাওয়া— এই পুরো বিষয়টিই চলে ‘ব্যুরো অফ ইমিগ্রেশন (বিওআই)’-এর নজরদারিতে। বিদেশি আইন, পাসপোর্ট আইন ইত্যাদির ভিত্তিতেই ভারতে বিদেশিদের গতিবিধি নিয়ন্ত্রিত হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২০২৩-এর এপ্রিল থেকে ২০২৪-এর মার্চ পর্যন্ত ভারতে আসা বিদেশির সংখ্যা ৯৮ লক্ষ ৪০ হাজার ৩২১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি লোক এসেছেন বাংলাদেশ থেকেই। সংখ্যাটা ২১ লক্ষ। আমেরিকা এবং ব্রিটেন থেকে যথাক্রমে ভারতে আসা লোকের সংখ্যা ১৭ এবং ৯ লক্ষ।

Advertisement
আরও পড়ুন