Monkeypox

Monkeypox: দিল্লিতে মাঙ্কি পক্স সংক্রমিত আফ্রিকার এক ব্যক্তি, দাবি করলেন সম্প্রতি যাননি বিদেশে

ভারতে এ পর্যন্ত মাঙ্কি ভাইরাসে আক্রান্ত হয়েছেন ছ’জন। মাঙ্কি পক্সে সংক্রমিত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে কেরলের ত্রিশূরে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ অগস্ট ২০২২ ২২:০৯
ফের মাঙ্কি পক্সের সংক্রমণ দিল্লিতে।

ফের মাঙ্কি পক্সের সংক্রমণ দিল্লিতে। ফাইল চিত্র।

রাজধানী দিল্লিতে আরও এক জন মাঙ্কি পক্স আক্রান্তের হদিস মিলেছে সোমবার। আফ্রিকার একটি দেশের ৩৫ বছরের এক নাগরিকের দেহে মাঙ্কি পক্স সংক্রমণের সন্ধান মেলার পরেই দিল্লির সরকার এবং রাজধানীর বিমানবন্দর কর্তৃপক্ষকে ফের সতর্ক করেছে কেন্দ্র।

আক্রান্ত রোগীকে দিল্লি সরকারি এলএনজেপি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সম্প্রতি তিনি বিদেশে ভ্রমণ করেননি বলে ওই রোগীর দাবি। গত পাঁচ দিন ধরে তাঁর দেহে ফোস্কা, জ্বর-সহ মাঙ্কি পক্সের নানা উপসর্গ রয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। এই নিয়ে দেশে মোট ছ’জন মাঙ্কি পক্স সংক্রমিতের সন্ধান মিলেছে।

Advertisement

প্রসঙ্গত, মাঙ্কি ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে কেরলের ত্রিশূরে। মাঙ্কি পক্সে সংক্রমিত হয়ে মৃত ২২ বছরের যুবক সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন বলে কেরল সরকারের তরফে সোমবার জানানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন