MCD School

কাঁচি দিয়ে মার, দোতলা থেকে ছুড়ে ফেললেন পঞ্চম শ্রেণির ছাত্রীকে, গ্রেফতার শিক্ষিকা

শুক্রবার দিল্লি নগরনিগমের একটি বালিকা বিদ্যালয়ে এক শিক্ষিকা তাঁর এক ছাত্রীর উপর রেগে যান। প্রথমে কাগজ কাটার কাঁচি দিয়ে মারধর করেন। তার পর দোতলা থেকে ছুড়ে ফেলে দেন।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ১৫:৫২
পঞ্চম শ্রেণির ছাত্রীকে দোতলা থেকে ছুড়ে ফেলার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে।

পঞ্চম শ্রেণির ছাত্রীকে দোতলা থেকে ছুড়ে ফেলার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে। — প্রতীকী ছবি।

রাগের মাথায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে প্রথমে কাগজ কাটা কাঁচি দিয়ে মার, তার পর দোতলা থেকে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিল্লি নগরনিগমের একটি স্কুলে। অভিযুক্ত শিক্ষিকা গীতা দেশওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। পঞ্চম শ্রেণির ছাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

রানি ঝাঁসি রোডে দিল্লি নগরনিগমের বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করেন গীতা। শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি পঞ্চম শ্রেণির এক ছাত্রীর উপর রেগে যান। শাস্তি দিতে তাঁকে প্রথমে কাগজ কাটার কাঁচি দিয়ে মারেন। তার পর দোতলা থেকে সটান ছুড়ে ফেলে দেন ছাত্রীকে। জানা গিয়েছে, গীতা যখন মারধর করছেন তখন তাঁকে আটকানোর চেষ্টা করেছিলেন অন্য এক শিক্ষিকা, কিন্তু পারেননি।

আহত ছাত্রীকে তড়িঘড়ি নিকটবর্তী হিন্দুরাও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় চিকিৎসা। চিকিৎসকেরা জানিয়েছেন, ছাত্রীটি এখন বিপন্মুক্ত। অভিযুক্ত শিক্ষিকা গীতাকে গ্রেফতার করেছে পুলিশ। কেন তিনি মেজাজ হারিয়ে এমন আচরণ করলেন, তা জানার চেষ্টা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement