Divorce Case

ডিভোর্সের মামলা প্রত্যাহার করেননি, স্ত্রীর বাড়ির সামনে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী স্বামী!

পেশায় গাড়িচালক ওই যুবকের বিয়ে হয় ২০১৩ সালে। বেঙ্গালুরুতে একটি ফ্ল্যাটে স্বামী-স্ত্রী থাকতেন। দম্পতির ৯ বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ০৮:৩৩
fire

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

বিবাহবিচ্ছেদের মামলা করেছেন স্ত্রী। কিন্তু স্বামী বিচ্ছেদ চান না। স্ত্রীকে অনুরোধ করেছিলেন ডিভোর্সের পিটিশন তুলে নিতে। কিন্তু রাজি হননি তিনি। তাই তাঁর বাড়ির সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন স্বামী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুতে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, মৃতের নাম মঞ্জুনাথ। বয়স ৩৯ বছর। পেশায় গাড়িচালক ওই যুবকের বিয়ে হয় ২০১৩ সালে। বেঙ্গালুরুতে একটি ফ্ল্যাটে স্বামী-স্ত্রী থাকতেন। দম্পতির ৯ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। তবে বছর দুই ধরে দম্পতির মধ্যে বনিবনা হচ্ছিল না বলে তাঁরা আলাদা থাকছিলেন। দু’জনেই বিচ্ছেদের মামলা করেছিলেন। কিন্তু কয়েক দিন আগে মত পরিবর্তন করেন মঞ্জু। স্ত্রীকে বলেন, আবার তাঁরা একসঙ্গে থাকবেন। কিন্তু স্ত্রী তাতে সাড়া দেননি। বৃহস্পতিবার স্ত্রীর বাড়িতে গিয়ে কথা বলতে চান মঞ্জু। তিনি জানান, দু’জনে আবার নতুন করে শুরু করবেন। স্ত্রী যেন ডিভোর্সের মামলা প্রত্যাহার করে নেন। কিন্তু মহিলা জানান, তিনি বিচ্ছেদ চান। এ নিয়ে আর কোনও আলোচনা করতে রাজি নন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই কথা শোনার পরেই গাড়ির দিকে এগিয়ে যান মঞ্জু। তার পর পেট্রল নিয়ে নিজের সারা গায়ে ছেটান। স্ত্রীর বাড়ির দরজার সামনে গিয়ে গায়ে আগুন লাগান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।

ছেলের মৃত্যুর জন্য বৌমাকে দায়ী করেছেন মৃতের বাবা-মা। তাঁরা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। মঞ্জুর দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন