দুয়ার সঙ্গে ছবিশিকারিদের পরিচয় করালেন দীপিকা-রণবীর। ছবি: সংগৃহীত।
চলতি বছরের ৮ সেপ্টেম্বর কোলে এসেছে কন্যাসন্তান। সুখবর সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। কিন্তু কন্যার মুখ প্রকাশ্যে আনেননি তাঁরা। অবশেষে অপেক্ষার অবসান হল। কন্যা দুয়া পাড়ুকোন সিংহের সঙ্গে মুম্বইয়ের ছবিশিকারিদের পরিচয় করিয়ে দিলেন দীপিকা ও রণবীর। এ দিন, অর্থাৎ সোমবারই কন্যা হওয়ার পরে একত্রে ক্যামেরায় ধরা দিলেন দম্পতি।
নিজেদের আবাসনের ক্লাবহাউসে একটি ছোট উদ্যাপনের আয়োজন করেছিলেন দীপিকা-রণবীর। সেখানেই কয়েক জন ছবিশিকারিকে আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁরা। আনুষ্ঠানিক ভাবে দুয়ার সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেন 'দীপবীর'। কিন্তু এখানেও ছিল একটি বড় শর্ত। দুয়ার সঙ্গে সাক্ষাৎ হলেও, কোনও ভাবেই তার ছবি তোলা যাবে না। ছবিশিকারিরাও সেই শর্ত মেনে নিয়েছিলেন।
রণবীর এ দিন জানান, ঘরে লক্ষ্মী আসায় তিনি কতটা খুশি হয়েছেন। এ দিনের জন্য দীপিকা বেছে নিয়েছিলেন হালকা পিচ গোলাপি রঙের গাউন। সঙ্গে মানানসই হালকা প্রসাধনী ও খোলা চুল। রণবীরের পরনে সাদা প্যান্ট ও শার্ট।
কিছু দিন আগেই একরত্তিকে নিয়ে বেঙ্গালুরু গিয়েছিলেন দীপিকা। সেখানে দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠান দেখতে পৌঁছে গিয়েছিলেন তিনি। নিজের ব্র্যান্ডের প্রচারও করেছেন তিনি সেখানে। দুয়ার জন্মের পরে সেটিই জনসমক্ষে দীপিকার প্রথম আত্মপ্রকাশ। বর্তমানে তিনি মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। নির্দিষ্ট সময় পরে কাজে যোগ দেবেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সুখবর ঘোষণা করেছিলেন রণবীর ও দীপিকা। মে মাসে ভোটদান পর্বের সময়ে স্ফীতোদর নিয়ে প্রথম প্রকাশ্যে আসেন অভিনেত্রী। স্ফীতোদরের জন্য বার বার বিতর্কে পড়তে হয়েছে অভিনেত্রীকে। যদিও সেই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি দীপিকা বা রণবীর, কেউই।