Telangana Murder

তেলঙ্গানায় দিনেদুপুরে ব্যস্ত রাস্তায় কুপিয়ে মারা হল যুবককে, দাঁড়িয়ে ভিডিয়ো করলেন পথচারীরা

যদিও খুন করে অটোয় উঠে পালানোর সময় পথচারী ও স্থানীয়েরাই ছুটে এসে অভিযুক্তের পথ আটকে দাঁড়ান। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ আসার আগে পর্যন্ত ওই যুবককে মারধরও করেন স্থানীয়েরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৭:৪৭
রাস্তার মাঝেই কুপিয়ে মারা হল যুবককে।

রাস্তার মাঝেই কুপিয়ে মারা হল যুবককে। ছবি: সংগৃহীত।

দিনের আলোয় ব্যস্ত রাস্তার মাঝেই কুপিয়ে মারা হল যুবককে। ফিরেও দেখলেন না পথচারীরা। কেউ আবার কিছু ক্ষণ দাঁড়িয়ে দেখার পর পাশ কাটিয়ে চলে গেলেন। ভিডিয়োও করলেন কেউ কেউ। কিন্তু কেউই সাহায্যের জন্য এগিয়ে এলেন না। সম্প্রতি তেলঙ্গানার হানমকোন্ডায় ঘটনাটি ঘটেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম রাজ কুমার। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ভেঙ্কটেশ্বরলু। ওই যুবক পেশায় অটোচালক। তবে কেন তিনি ওই যুবককে খুন করলেন, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার ভিডিয়োয় দেখা যাচ্ছে, ব্যস্ত রাস্তায় প্রাণভয়ে দৌড়চ্ছেন এক যুবক। পরনে গোলাপি শার্ট। পিছনে অটো নিয়ে তাড়া করেছেন এক জন। এক পর্যায়ে রাস্তার ধারে অটোটি দাঁড় করিয়ে ধারালো অস্ত্র নিয়ে বেরিয়ে এলেন অভিযুক্ত। এর পর বুকে, পেটে এলোপাথাড়ি কোপাতে শুরু করলেন। ভিডিয়োতেই দেখা যাচ্ছে, পাশ কাটিয়ে চলে যাচ্ছেন পথচারীরা। কেউ আবার বিষয়টি দেখতে দাঁড়িয়ে পড়লেন। তবে কেউ সাহায্যের জন্য এগিয়ে এলেন না।

যদিও খুন করে অটোয় উঠে পালানোর সময় পথচারী ও স্থানীয়েরাই ছুটে এসে অভিযুক্তের পথ আটকে দাঁড়ান। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ আসার আগে পর্যন্ত ওই যুবককে মারধরও করেন স্থানীয়েরা। শেষমেশ তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে পুলিশের আক্ষেপ, যদি সময় থাকতে পথচারীরা বাধা দিতেন, তা হলে খুন হতে হত না যুবককে!

Advertisement
আরও পড়ুন