Mask

Mask: নিজের মুখকেই মাস্ক বানিয়ে চমকে দিলেন ইনি!

ওই ব্যক্তির এমন কাণ্ড দেখে অনেকেই হতবাক হয়েছেন। কেউ কেউ বলেছেন, ‘এটা ভারত, সব কিছুই সম্ভব।’

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ০৮:২০
নিজের মুখকেই মাস্কের মতো ব্যবহার করছেন ব্য়ক্তি

নিজের মুখকেই মাস্কের মতো ব্যবহার করছেন ব্য়ক্তি

কোভিডের জন্য সবাই যখন মাস্ক পরে বেরোচ্ছেন, মধ্যপ্রদেশের এক ব্যক্তি নিজের মুখকেই মাস্কের মতো ব্যবহার করছেন! সম্প্রতি ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই রীতিমতো আশ্চর্য হয়েছেন।

ওই ব্যক্তি নিজেকে খেলাবন সিংহ রাঠৌর নামে পরিচয় দিয়েছেন। তাঁকে যখন প্রশ্ন করা হয়, কোভিড পরিস্থিতিতে মাস্ক ছাড়া কেন বেরিয়েছেন? প্রশ্নকর্তাকে চমকে দিয়ে পাল্টা তাঁর উত্তর, ‘নিজের মুখই যখন মাস্ক, তখন আলাদা করে মাস্কের কি কোনও দরকার আছে?’ এই বলেই থুতনি তুলে নাক পর্যন্ত এমন ভাবে ঢেকে দেন যা দেখে প্রশ্ন কর্তার ভিরমি খাওয়ার মতো অবস্থা হয়।

Advertisement

ওই ব্যক্তির এমন কাণ্ড দেখে অনেকেই হতবাক হয়েছেন। কেউ কেউ বলেছেন, ‘এটা ভারত, সব কিছুই সম্ভব।’

Advertisement
আরও পড়ুন