Black Magic

Black Magic: ‘তন্ত্রসাধনা করে মামা ডেকেছেন শয়তানকে’! কুড়ুলের কোপে মাথা কেটে ধরা দিল ভাগ্নে

মধ্যপ্রদেশের সিধি জেলার সদর থেকে ১০ কিলোমিটার দূরে জামোদি থানা এলাকায় ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ ‘কালো জাদু রহস্যে’র কথা জেনেছে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ মে ২০২২ ১৪:২৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গ্রামের পথ দিয়ে স্বাভাবিক ভাবে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। এক হাতে নিজের মামার কাটা মাথা! অন্যটিতে, রক্তে মাখামাখি কুড়ুল!

মধ্যপ্রদেশের সিধি জেলায় ওই ঘটনার জেরে শুক্রবার বিকেলে আতঙ্ক তৈরি হয়। ধৃত ব্যক্তির নাম লালবাহাদুর গৌড় (২৬)। পুলিশের কাছে লালবাহাদুর দাবি করেছেন, তাঁর মামা মকসুদান গৌড় তন্ত্রসাধনার মাধ্যমে শয়তানকে ডেকে এনেছিলেন! আর তার সাহায্যে তাঁদের ক্ষতি করার চেষ্টা করছিলেন। তাই মামাকে খুন করেছেন তিনি।

Advertisement

জেলাসদর সিধি থেকে ১০ কিলোমিটার দূরে জামোদি থানা এলাকায় ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, মামা-ভাগ্নের সম্পর্ক বেশ কিছু দিন ধরেই খারাপ ছিল। জামোদি থানার ওসি শেষমণি মিশ্র বলেন, শুক্রবার দুপুরে হঠাৎই মামার বাড়িতে চড়াও হন লালবাহাদুর। তার পর শুরু হয় বচসা। সে সময় হঠাৎই কুড়ুলের কোপে মামার ধড় থেকে বিচ্ছিন্ন করে দেন তিনি।

Advertisement
আরও পড়ুন