India vs Pakistan cricket

ক্রিকেটে পাক সমর্থনের অভিযোগে মহারাষ্ট্রে ধৃত ব্যবসায়ী পরিবার, দোকান গুঁড়িয়ে দিল বুলডোজ়ার!

ব্যবসায়ী কিতাবউল্লা রবিবার চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ চলাকালীন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা আউট হওয়ার পরেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দিয়েছিলেন বলে অভিযোগ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৬

প্রতিনিধিত্বমূলক ছবি।

অভিযোগ, গত রবিবার দুবাইয়ে ক্রিকেট ম্যাচ চলাকালীন ভারতীয় দলের বিরুদ্ধে গলা ফাটিয়েছিলেন তিনি। সমর্থন করেছিলেন পাকিস্তানকে। সেই অপরাধে এ বার বিজেপিশাসিত মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে প্রশাসনিক রোষে পড়লেন এক ব্যবসায়ী।

Advertisement

মালওয়াঁ পুরসভার বাসিন্দা কিতাবউল্লা হামিদুল্লা খান নামে ওই ৩৮ বছরের ব্যবসায়ী এবং তাঁর পরিবারের সদস্যদের মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাঁর দোকানটিও! সিন্ধুদুর্গের বিজেপি বিধায়ক নীলেশ রানের অভিযোগের ভিত্তিতেই মালওয়াঁ পুরসভা এবং পুলিশ এই পদক্ষেপ করেছে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানের পুত্রে নীলেশ নিজেই সমাজমাধ্যমে কিতাবউল্লার দোকানে বুলডোজ়ার চালানোর ছবি ও ভিডিয়ো (যার সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি) পোস্ট করেছেন।

পুরনো জিনিসপত্র কেনাবেচার কারবারি কিতাবউল্লা রবিবার চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ চলাকালীন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা আউট হওয়ার পরেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দেন বলে অভিযোগ। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয়দের একাংশ অভিযোগ তোলেন, ওই ব্যবসায়ী আদতে বাংলাদেশি অনুপ্রবেশকারী। তাঁরা বিষয়টি নিয়ে মালওয়াঁ থানায় অভিযোগও জানান। খবর দেওয়া হয় স্থানীয় বিধায়ক নীলেশকেও। আর তার পরেই সক্রিয় হয় পুলিশ-প্রশাসন। গত নভেম্বরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, কোনও ব্যক্তি অপরাধী হলেও তাঁর সম্পত্তিতে বুলডোজ়ার চালাতে পারে না পুলিশ-প্রশাসন। এ ক্ষেত্রে সেই নির্দেশ অমান্যের অভিযোগ উঠেছে।

Advertisement
আরও পড়ুন