Early Lok Sabha Election

এগিয়ে আনা হতে পারে লোকসভা ভোট! মমতার সুরেই এ বার ‘বার্তা’ দিলেন নীতীশ কুমার

সোমবার তৃণমূলের ছাত্র সংগঠনের সভায় মমতা বলেছিলেন, ‘‘কিছুদিন পরেই লোকসভা নির্বাচন রয়েছে। সন্দেহ হচ্ছে, এরা ডিসেম্বরে না লোকসভা নির্বাচন করে দেয়! জানুয়ারিতেও করে দিতে পারে।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৩ ১৭:৪৩
‘Lok Sabha polls likely to be advanced’, JDU leader Nitish Kumar backs TMC chief Mamata Banerjee

বাঁ দিক থেকে, মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং নীতীশ কুমার। — ফাইল চিত্র।

সোমবার মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস কর্মসূচিতে ‘ভবিষ্যবাণী’ করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারও অকাল লোকসভা ভোটের বার্তা দিলেন। নালন্দায় একটি কর্মসূচিতে তিনি বলেন, ‘‘বিজেপি ভয় পাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে বিরোধী ঐক্য আরও দৃঢ় হয়ে উঠবে। তাই ওরা লোকসভা ভোট এগিয়ে আনতে পারে।’’

Advertisement

নিয়ম মেনে ২০২৪ সালের এপ্রিল-মে মাসে লোকসভা ভোট হওয়ার কথা। কিন্তু লোকসভা ভোট এগিয়ে আনা হতে পারে বলে তৃণমূলের ছাত্র সংগঠনের সভায় আশঙ্কা প্রকাশ করে মমতা বলেছিলেন, ‘‘কিছু দিন পরেই লোকসভা নির্বাচন রয়েছে। সন্দেহ হচ্ছে, এরা ডিসেম্বরে না লোকসভা নির্বাচন করে দেয়! জানুয়ারিতেও করে দিতে পারে। এদের কেউ বিশ্বাস করতে পারে না।’’

দেশে অকাল সাধারণ নির্বাচনের সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে মঙ্গলবার নীতীশের মন্তব্য, ‘‘আমি গত সাত-আট মাস ধরে বলে আসছি যে, কেন্দ্রের এনডিএ সরকার বিরোধী ঐক্যের কারণে বিজেপির বড় ক্ষতির আশঙ্কা করছে। তাই তারা আগেভাগেই লোকসভা নির্বাচনের পথে হাঁটতে পারে।’’ তবে লোকসভা ভোটে বিজেপির জয় পাবে না দাবি করে নীতীশ জানান, আগামী ৩১ অগস্ট এবং ১ সেপ্টেম্বর মুম্বইয়ে ‘ইন্ডিয়া’র বৈঠকে আরও মজবুত হবে বিরোধী ঐক্য। নতুন কয়েকটি দল তাঁদের সহযোগী হতে পারেন বলেও বিহারের মুখ্যমন্ত্রীর দাবি।

Advertisement
আরও পড়ুন