কন্নড় অভিনেত্রী রান্যা রাও। গত ৩ মার্চ বেঙ্গালুরু বিমানবন্দর থেকে সোনার বার-সহ গ্রেফতার হন তিনি। —ফাইল চিত্র।
কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের সোনাপাচার মামলায় এ বার আরও এক অভিযুক্ত ধরা পড়লেন তদন্তকারী সংস্থার হাতে। সাহিল জৈন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন ‘ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স’ (ডিআরআই)-এর আধিকারিকেরা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পাচার হওয়া সোনা অন্যত্র সরানোর দায়িত্ব ছিল সাহিলের উপর। মঙ্গলবারই বেশি রাতের দিকে তাঁকে পাকড়াও করেন তদন্তকারীরা। তবে বিষয়টি প্রকাশ্যে আসে বুধবার রাতে। অভিযুক্তকে আদালতে পেশ করে ইতিমধ্যে চার দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে ডিআরআই।
সাহিলকে জেরা করে এই সোনাপাচার চক্রের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে চাইছে তদন্তকারী সংস্থা। তাদের অনুমান, সাহিলের সূত্র ধরে সোনাপাচারের বৃহত্তর চক্রের শিকড়ের সন্ধান পাওয়া যেতে পারে। গত ৩ মার্চ দুবাই থেকে ফেরার পথে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছিলেন রান্যা। তাঁর কাছে প্রায় ১২.৫৬ কোটি টাকার সোনা মিলেছিল। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ২.০৬ কোটি টাকার গয়না এবং নগদ ২.৬৭ কোটি টাকা মিলেছিল।
সোনাপাচার মামলায় ডিআরআইয়ের আবেদনের ভিত্তিতে তদন্ত শুরু করে সিবিআই। পরে এই একই মামলায় তদন্ত শুরু করে ইডিও। বেঙ্গালুরু বিমানবন্দরের ঘটনার দিন তিনেক পর মুম্বই বিমানবন্দর থেকেও প্রচুর সোনা উদ্ধার হয়। সেই সোনাও দুবাই থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে মনে করেন তদন্তকারীরা। এরই মধ্যে কর্নাটকের বল্লারির বাসিন্দা সাহিলকে মঙ্গলবার রাতে পাকড়াও করেন তদন্তকারীরা। সূত্রের খবর, মঙ্গলবার রাত থেকে তাঁকে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। শেষে বুধবার সকালে তাঁকে গ্রেফতার করে বেঙ্গালুরুর আর্থিক অপরাধ সংক্রান্ত বিশেষ আদালতে পেশ করে ডিআরআই। আদালত অভিযুক্তকে চার দিনের জন্য ডিআরআই হেফাজতের নির্দেশ দিয়েছে।