US-India Intelligence Meet

দিল্লিতে ডোভালের সঙ্গে বৈঠক মার্কিন গোয়েন্দা অধিকর্তা তুলসীর, কোন কোন বিষয়ে আলোচনা

দিল্লিতে ডোভালের সঙ্গে বৈঠক করলেন মার্কিন গোয়েন্দা অধিকর্তা তুলসী গাবার্ড। সূত্রের খবর, বৈঠকে দুই দেশের কৌশলগত বোঝাপড়াকে আরও নিবিড় করতে গোয়েন্দা তথ্য আদানপ্রদানে জোর দেওয়ার কথা বলা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ০৯:১৬
(বাঁ দিকে) অজিত ডোভাল। তুলসী গাবার্ড (ডান দিকে)।

(বাঁ দিকে) অজিত ডোভাল। তুলসী গাবার্ড (ডান দিকে)। —ফাইল ছবি।

দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন মার্কিন গোয়েন্দা অধিকর্তা তুলসী গাবার্ড। রবিবারের এই বৈঠকে দু’পক্ষের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

Advertisement

সূত্রের খবর, ডোভাল-তুলসীর একান্ত বৈঠকে ভারত-আমেরিকার কৌশলগত বোঝাপড়াকে আরও নিবিড় করতে গোয়েন্দা তথ্য আদানপ্রদানে জোর দেওয়ার কথা বলা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, আলোচনা ‘ইতিবাচক’ হয়েছে।

ভারত এবং আমেরিকা, দুই দেশেরই মাথাব্যথার কারণ সন্ত্রাসবাদ। আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদের প্রসার কমাতে গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ। দুই দেশই এই ব্যাপারে একে অপরকে সাহায্য করবে বলে একমত হয়েছে নয়াদিল্লি এবং ওয়াশিংটন। সূত্রের খবর, তুলসীর সঙ্গে বৈঠকে আমেরিকা-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে খলিস্তানপন্থী এবং অন্য বিচ্ছিন্নতাবাদীদের ভারত-বিরোধী কার্যকলাপ নিয়ে উদ্বেগপ্রকাশ করেন ডোভাল।

প্রসঙ্গত, আড়াই দিনের সফরে ভারতে এসেছেন তুলসী। ভারতের তরফে আয়োজিত নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এই বৈঠকে যোগ দিতে ভারতে এসেছেন অস্ট্রেলিয়া, জার্মানি, নিউ জ়িল্যান্ডের গোয়েন্দা প্রধানেরাও। সাম্প্রতিক আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন তুলসী। এ বার তিনি এলেন ভারতে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম কোনও শীর্ষস্থানীয় মার্কিন আধিকারিক ভারত সফরে এলেন।

Advertisement
আরও পড়ুন