‘অভিজাত’ চোরেদের দৌরাত্ম্যে নাজেহাল হাওড়ার টোটোচালকেরা। —প্রতীকী ছবি।
দামি গাড়ি চেপে এসে টোটোর ব্যাটারি চুরি! এমনই ‘অভিজাত’ চোরেদের দৌরাত্ম্যে নাজেহাল হাওড়ার টোটোচালকেরা। যদিও এখনও পর্যন্ত সেই চোরেদের নাগাল পায়নি পুলিশ। তবে অভিযোগ পাওয়ার পর এই বিষয়ে তদন্তে নেমেছে শিবপুর থানার পুলিশ।
গত কয়েক মাস ধরে হাওড়ার বিভিন্ন এলাকায় চুরি হচ্ছে একের পর এক টোটোর দামি ব্যাটারি। সাঁতরাগাছির পর শিবপুর এলাকাতেও একই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার ভোরে চোরেরা দামি গাড়ি চেপে নবান্নের কাছে শরৎ চ্যাটার্জি রোডে আসে। তার পর দাঁড়িয়ে থাকা টোটোগুলির ব্যাটারি খুলে গাড়িতে তুলতে থাকে। সেই ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায়।
এই ঘটনায় বিপদে পড়েছেন টোটোচালকেরা। নতুন ব্যাটারি না-কিনতে পারলে রাস্তায় টোটো নামানো যাবে না বলে আক্ষেপ করেন তাঁরা। চালকদের কয়েক জন শিবপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এলাকায় ব্যাটারি চুরির একটি চক্র সক্রিয় হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরেদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।