Second Warmest November in India

১৯০১ সালের পর দ্বিতীয় উষ্ণতম নভেম্বর দেখল ভারত, বলছে মৌসম ভবনের রিপোর্ট

সর্বাধিক তাপমাত্রার নিরিখে ১৯০১-র পরে উষ্ণতম নভেম্বর দেখা গেল ২০২৪-এ। তাপমাত্রা সবচেয়ে বেড়েছে উত্তর-পশ্চিম ভারতে। সেখানে নভেম্বরের গড় তাপমাত্রা এক ধাক্কায় ১.৩৭ ডিগ্রি বেড়ে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৫:০৪

ছবি: পিটিআই।

সেই ১৯০১। আবার ২০২৪। মাঝে কেটে গিয়েছে ১২৩টা বছর। সেই ১৯০১-এর পর এত উষ্ণ নভেম্বর আর দেখা যায়নি ভারতে। বিশ্ব উষ্ণায়ন নিয়ে চর্চার মধ্যেই ১২৩ বছরে দ্বিতীয় উষ্ণতম নভেম্বর দেখল ভারত! এমনটাই দাবি করা হয়েছে মৌসম ভবনের রিপোর্টে।

Advertisement

আবহাওয়া দফতরের ওই রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের নভেম্বর মাসে দেশের গড় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ০.৬২ ডিগ্রি এবং ১.০৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। দিনের গড় তাপমাত্রা বেড়েছে ০.৮৪ ডিগ্রি সেলসিয়াস। সারা মাস জুড়ে দেশের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল গড়ে ২৯.৩৭ ডিগ্রি সেলসিয়াস। গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯১ ডিগ্রি। আবহাওয়া দফতরের দাবি, ১৯০১ সালের পর গত ১২৩ বছরে এত উষ্ণ নভেম্বর দেখেনি ভারতের কোনও শহর!

সর্বাধিক তাপমাত্রার নিরিখে ২০২৪ সালের নভেম্বর মাসটি গত ১২৩ বছরের মধ্যে দ্বিতীয় উষ্ণতম নভেম্বর। দেশের বিভিন্ন জায়গায় দিনের গড় তাপমাত্রার নিরিখেও চলতি বছরের নভেম্বর তৃতীয় স্থানে রয়েছে। তাপমাত্রা সবচেয়ে বেড়েছে উত্তর-পশ্চিম ভারতে। সেখানে নভেম্বরের গড় তাপমাত্রা এক ধাক্কায় ১.৩৭ ডিগ্রি বেড়ে গিয়েছে। মধ্য এবং দক্ষিণ ভারতেও একই চিত্র। সেখানেও চলতি বছরের নভেম্বরে স্বাভাবিকের চেয়ে বেশিই ছিল তাপমাত্রা। তবে আবহবিদেরা জানাচ্ছেন, চলতি বছরে পর্যাপ্ত সংখ্যায় পশ্চিমি ঝঞ্ঝা এবং ঘূর্ণিঝড়ের অভাবেই নভেম্বরের তাপমাত্রা বেড়েছে। আইএমডির অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র বলছেন, ‘‘পশ্চিমি ঝঞ্ঝাগুলি এ বার জম্মু ও কাশ্মীরের উচ্চ অক্ষাংশ বরাবর অতিক্রম করেছে। ফলে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়নি। এ ছাড়া দু’টি ঘূর্ণিঝড়ের মধ্যে একটি বেশ দুর্বল ছিল। ফলে নভেম্বরে বৃষ্টি কম হয়েছে দক্ষিণ ভারতেও।’’ উত্তর-পশ্চিম ভারতে নভেম্বর মাস জুড়ে গড়ে ২.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ৭৯.৯ শতাংশ কম। দক্ষিণ ভারতে সেই ঘাটতির পরিমাণ ৩৭.৯ শতাংশ।

ভারত উত্তর গোলার্ধের দেশ। সাধারণত নভেম্বরের শুরু থেকেই কমবেশি শীতের আমেজ অনুভূত হতে শুরু করে দেশে। এ বার সেই নভেম্বরের তাপমাত্রাই কপালে ভাঁজ ফেলেছে আবহবিদদের। বিশ্ব উষ্ণায়নের ফলে এমনিতেই পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে। বদলাচ্ছে জলবায়ুর প্রকৃতিও। সেই আবহে এ বার শীতের আগমনে দেরি ভাবাচ্ছে পরিবেশপ্রেমীদের।

Advertisement
আরও পড়ুন