Tejas Fighter Jet

দেশে তৈরি তেজসের নয়া সংস্করণ পেল বায়ুসেনা, হালকা যুদ্ধবিমান নির্মাণে বিশ্বের মানচিত্রে ভারত

ভারতী। বায়ুসেনা সূত্রের খবর, আগামী কয়েক বছরে ৩০০-রও বেশি তেজস যুদ্ধবিমান শামিল হবে ফাইটার স্কোয়াড্রনগুলিতে। এর মধ্যে তেজস মার্ক-১ এবং তেজস মার্ক-১এ যুদ্ধবিমান রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
বেঙ্গালুরু শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ ১৮:৩৩
তেজস যুদ্ধবিমান।

তেজস যুদ্ধবিমান। ছবি: পিটিআই।

বায়ুসেনা। বুধবার দেশে তৈরি চতুর্থ প্রজন্মের তেজস মার্ক-১ ফাইটার জেটের দু’আসন বিশিষ্ট নয়া সংস্করণটি আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হল বায়ুসেনার হাতে। বিমান নির্মাণকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা, ‘হিন্দুস্তান অ্যরোনটিক্স লিমিটেড’ (হ্যাল)-এর বেঙ্গালুরুর সদর দফতরে আয়োজিত এই কর্মসূচিতে হাজির ছিলেন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী এবং প্রতিরক্ষা সচিব অজয় ভট্ট।

Advertisement

দীর্ঘ পরীক্ষাপর্বের পরে ২০২১ সালের গোড়ায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ৮৩টি হালকা যুদ্ধবিমান তেজসের উন্নত সংস্করণ মার্ক-১এ কেনার বিষয়ে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। তার পরেই বাণিজ্যিক ভিত্তিতে এর উৎপাদন শুরু করেছে হ্যাল। বায়ুসেনা সূত্রের খবর, মূলত ষাটের দশকের রুশ মিগ-২১-এর পরিবর্ত হিসাবেই ব্যবহার করা হবে দেশীয় প্রযুক্তির হালকা যুদ্ধবিমানগুলি। এর দু’ইঞ্জিন বিশিষ্ট ১৮টি সংস্করণ পাইলটদের উচ্চতর প্রশিক্ষণেও ব্যবহার করা যাবে।

বায়ুসেনার এক আধিকারিক জানিয়েছেন, আগামী কয়েক বছরে ৩০০-রও বেশি তেজস যুদ্ধবিমান শামিল হবে ফাইটার স্কোয়াড্রনগুলিতে। ইতিমধ্যেই ১০০টি তেজস মার্ক-১এ সরবরাহের বরাত দেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে। চতুর্থ প্রজন্মের ‘লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্‌ট’ গোত্রের তেজস সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। এর ৬৫ শতাংশেরও বেশি যন্ত্রাংশ এবং সরঞ্জামও ভারতীয় সংস্থাগুলির তৈরি। চিনের জেএফ-১৭ যুদ্ধবিমানের তুলনায় তেজসের নয়া সংস্করণ প্রযুক্তিগত উৎকর্ষে এগিয়ে বলে একাধিক আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক রিপোর্টে জানানো হয়েছে।

তেজসকে ‘অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্‌ড অ্যারো রেডার’ (এএসইএ), মিড এয়ার ফুয়েলিং এবং ‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্রে সজ্জিত করার কাজও সম্পূর্ণ করে ফেলেছে হ্যাল। ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী জাহাজ আইএনএস বিক্রমাদিত্যে সফল উড়ান এবং অবতরণ পরীক্ষা হয়েছে তেজসের। ফলে অদূর ভবিষ্যতে বায়ুসেনার পাশাপাশি, ভারতীয় নৌসেনাতেও দেখা যেতে পারে এই যুদ্ধবিমানকে। ভারতের পাশাপাশি মালয়েশিয়ার বিমানবাহিনীও সম্প্রতি তেজস মার্ক-১ কেনার সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, হালকা যুদ্ধবিমান উৎকর্ষের মাপকাঠিতে তেজসের প্রতিদ্বন্দ্বী হিসেবে আন্তর্জাতিক মঞ্চে তুলনায় আসে চিনা জেএফ-১৭।

Advertisement
আরও পড়ুন