Coronavirus

India daily covid cases: দৈনিক করোনা সংক্রমণে সামান্য বৃদ্ধি, কিছুটা বাড়ল মৃত্যুসংখ্যাও

দেশের বিভিন্ন রাজ্যে কোভিড নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। মহারাষ্ট্রে শনিবার থেকেই সমস্ত কোভিডবিধি তুলে দেওয়া হচ্ছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ১২:০৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সামান্য বাড়ল। টানা সাতদিন ধারাবাহিক হারে কমার পর আবার উর্ধ্বমুখী হল দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ৩৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে ১১০ বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী একদিনে করোনায় মৃত্যুর সংখ্যাও কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৫২ জন করোনা রোগীর মৃত্যু নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ১৭ জন অবশ্য আগেই মারা গিয়েছিলেন কেরলে।

দেশের বিভিন্ন রাজ্যে কোভিড নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। মহারাষ্ট্রে শনিবার থেকেই সমস্ত কোভিডবিধি তুলে দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। উল্লেখযোগ্য হারে সংক্রমণ বেড়েছে মিজোরামে। করোনা আক্রান্তের সংখ্যায় এই মুহূর্তে দেশে তৃতীয় স্থানে রয়েছে মিজোরাম। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে প্রায় ৫০ শতাংশ বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। মারা গিয়েছেন ১ জন। প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে কেরল এবং মহারাষ্ট্র। চতুর্থ দিল্লি।

Advertisement

গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা সামান্য কমেছে। ছ’ লক্ষ ছ’হাজার ৩৬ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে। তবে সংক্রমণের সংখ্যা বাড়লেও পজিটিভিটি রেটে বিশেষ হেরফের হয়নি। বৃহস্পতিবার পজিটিভিটির হার ছিল ০.২০ শতাংশ। শুক্রবারের বুলেটিন অনুযায়ী মোট করোনা পরীক্ষা ০.২২ শতাংশের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

বেড়েছে দেশের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এখন দেশে মোট ১৩ হাজার ৬৭২ জন করোনা রোগী রয়েছেন। একইসঙ্গে করোনা থেকে সেরে ওঠার সংখ্যাও বেড়ে হয়েছে এক হাজার ৯১৮ জন।

Advertisement
আরও পড়ুন