Telangana Crime News

পুত্রবধূকে বিষ খাইয়ে চাষের জমিতে পুঁতলেন দম্পতি! স্ত্রীর খোঁজে দু’মাস ছোটাছুটি স্বামীর

তেলঙ্গানায় পুত্রবধূকে খুনের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের পর পুত্রবধূর দেহ তাঁরা চাষের জমিতে পুঁতে দিয়েছিলেন। ছেলেকে কিছুই জানাননি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৫:৫৩
তেলঙ্গানায় মহিলাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে শ্বশুর-শাশুড়িকে।

তেলঙ্গানায় মহিলাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে শ্বশুর-শাশুড়িকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

পুত্রবধূকে বিষ খাইয়ে নিজেদের চাষের জমিতে পুঁতে দিলেন দম্পতি। তাঁদের অমতে তাঁদের পুত্রের সঙ্গে বিয়ে হয়েছিল ওই তরুণীর। সেই রাগ তাঁরা পুষে রেখেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। তার জেরেই হত্যাকাণ্ড। দু’মাস ধরে স্ত্রীর খোঁজে হন্যে হয়ে ছুটে বেড়িয়েছেন স্বামী। তাঁর বাবা এবং মায়ের উপর যে তাঁর সন্দেহ হয়েছিল, তা-ও পুলিশকে জানিয়েছিলেন যুবক। দু’মাস পরে সেই রহস্যের কিনারা করেছেন তদন্তকারীরা। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

Advertisement

তেলঙ্গানার শামশাবাদ থানা এলাকার ঘটনা। মৃত মহিলার নাম এম ডাল্লি। ৪০ দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। তাঁর স্বামী এম সুরেশ থানায় নিখোঁজ ডায়েরি করেন। কিন্তু দীর্ঘ দিন স্ত্রীর খোঁজ পাননি তিনি। পুলিশকে সুরেশ জানিয়েছিলেন, তাঁর বাবা এবং মায়ের উপর তাঁর সন্দেহ হয়। মায়ের সঙ্গেই তাঁর স্ত্রীকে শেষ বার কথা বলতে দেখা গিয়েছিল। সুরেশের অভিযোগের ভিত্তিতে দম্পতিকে গ্রেফতার করে পুলিশ।

তদন্তকারীরা জানতে পারেন, ২০ বছর আগে সুরেশ এবং ডাল্লির বিয়ে হয়েছিল। কিন্তু তাঁদের বিয়েতে সম্মতি ছিল না সুরেশের বাবা-মায়ের। সেই থেকে পুত্রবধূর সঙ্গে তাঁদের মনোমালিন্য চলছিল। ২০ বছর ধরে তাঁর উপর রাগ পুষে রেখেছিলেন দম্পতি। জেরার মুখে তাঁরা স্বীকার করেন, তাঁরাই মহিলাকে খুন করেছেন। প্রথমে তাঁকে বিষ মেশানো খাবার খেতে দেওয়া হয়েছিল। তার পর মাথায় পাথরের বাড়ি মেরে খুন করা হয় মহিলাকে। খুনের পর তাঁর দেহ নিজেদের চাষের জমিতেই পুঁতে দেন অভিযুক্তেরা।

পুলিশ নির্দিষ্ট স্থানে গিয়ে মাটি খুঁড়ে মহিলার দেহ উদ্ধার করেছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলাও রুজু করা হয়েছে। খুনের পাশাপাশি তথ্যপ্রমাণ লোপাটের ধারা যোগ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে।

Advertisement
আরও পড়ুন