Pan Update

প্যান সংক্রান্ত বার্তা ঢুকছে মোবাইলে? এ রকম লিঙ্ক পেলে ক্লিক করবেন না, সতর্ক করল কেন্দ্র

প্যান আপডেট করার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে বার্তায়। অনেকেই এ হেন বার্তা পেয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তার পরই নড়েচড়ে বসেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৩:৩৬
If you are get pan related massage from anywhere, don’t followed that trap, said PIB

প্রতিনিধিত্বমূলক ছবি।

এ বার সরকারি পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহকেরা প্রতারকদের নজরে! সম্প্রতি গ্রাহকেরা এক ধরনের বার্তা পাচ্ছেন, যা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সেই বার্তায় বলা হচ্ছে, ‘‘আজই আপনার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে প্যান যুক্ত করুন। নয়তো বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট!’’ সঙ্গে একটি লিঙ্কও দেওয়া হচ্ছে। প্যান আপডেট করার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে সেই বার্তায়। অনেকেই এ হেন বার্তা পেয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তার পরই নড়েচড়ে বসেন তাঁরা।

Advertisement

প্যান সংক্রান্ত বিভ্রান্তি নিয়ে কেন্দ্রের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) বিবৃতি জারি করেছে। সেখানে জানানো হয়েছে, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে প্যান সংযুক্তিকরণের তথ্য সম্বলিত যে বার্তা সমাজমাধ্যমে ঘুরছে, তা সম্পূর্ণ ভুয়ো। পিআইবি-র তরফে বলা হয়েছে, অ্যাকাউন্টের সঙ্গে প্যান সংযুক্তিকরণের কোনও বার্তা ভারতীয় ডাক বিভাগ কোনও গ্রাহককে পাঠায়নি।

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষও এ ব্যাপারে সমাজমাধ্যমে সতর্ক করেছে। পিআইবি জানিয়েছে, এ ধরনের ভুয়ো বার্তা বা পোস্টে সন্দেহজনক লিঙ্ক থাকে, যা গ্রাহকদের ক্ষতি করতে পারে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের এই ভুয়ো পোস্ট উদাহরণ হিসাবে দেখিয়ে সকলকে সতর্ক থাকার আর্জি জানিয়েছে পিআইবি। গ্রাহকেরা যাতে কোনও লিঙ্ক যাচাই না করে ক্লিক না করেন, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। এ ছাড়া কারও সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ নানা ব্যক্তিগত তথ্য ভাগ না করারও পরামর্শও দেওয়া হয়েছে।

সম্প্রতি দেশ জুড়ে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর মতো ঘটনা নিয়ে চিন্তিত প্রশাসন। ফোন করে বা অন্য কোনও উপায়ে ওটিপি নম্বর জেনে নিয়ে টাকা হাতানোর কৌশল এখন পুরনো হয়ে গিয়েছে। সাইবার অপরাধীরা তাই আরও ‘উন্নত’ কৌশলে জাল বিস্তার করছেন। তাতে পা দিয়ে ফেলছেন ছোট থেকে বড়, অনেকেই। বার বার প্রশাসনের তরফেও সতর্ক করা হচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

Advertisement
আরও পড়ুন