Manoj Pande

সেনাপ্রধানের মেয়াদ বৃদ্ধি

জেনারেল পাণ্ডের ৩১ মে অবসর নেওয়ার কথা ছিল। ওই দিনই তাঁর ৬২ বছর বয়স পূর্ণ হচ্ছে। তাঁকে ৩০ জুন পর্যন্ত পদে রাখার সিদ্ধান্ত হয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মে ২০২৪ ০৯:১৩
মনোজ পাণ্ডে।

মনোজ পাণ্ডে। —ফাইল চিত্র।

লোকসভা নির্বাচনের আজ নরেন্দ্র মোদী সরকার সেনাপ্রধান পদে জেনারেল মনোজ পাণ্ডের মেয়াদ এক মাস বাড়িয়ে দিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার নিয়োগ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

জেনারেল পাণ্ডের ৩১ মে অবসর নেওয়ার কথা ছিল। ওই দিনই তাঁর ৬২ বছর বয়স পূর্ণ হচ্ছে। তাঁকে ৩০ জুন পর্যন্ত পদে রাখার সিদ্ধান্ত হয়েছে। যার অর্থ, লোকসভা নির্বাচনের পরে নতুন সরকার নতুন সেনাপ্রধানের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্তের পিছনে কী কারণ রয়েছে, তা নিয়ে রাজনৈতিক শিবিরে গুঞ্জন তৈরি হয়েছে।

১৯৭৫ সালে ইন্দির গান্ধীর সরকার সেনাপ্রধান পদে জেনারেল জি জি বেউরের মেয়াদ এক বছর বাড়িয়ে দিয়েছিল।

বর্তমান সেনাপ্রধান জেনারেল পাণ্ডের পরে বর্তমান উপসেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সেনাপ্রধান হওয়ার কথা। ১৯৮৪ সালে তিনি ১৮ জম্মু-কাশ্মীর রাইফেলসে যোগ দিয়েছিলেন। তাঁর পরে বর্তমানে সাদার্ন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অজয় কুমার সিংহ সেনাপ্রধানের দৌড়ে রয়েছেন। তিনি ১৯৮৪ সালে ৭/১১ গোর্খা রাইফেলসে যোগ দিয়েছিলেন। বর্তমান সেনাপ্রধান ১৯৮২-তে ইঞ্জিনিয়ার্স কোরে যোগ দেন। ২০২২-এর এপ্রিলে তিনি সেনাপ্রধান নিযুক্ত হন।

Advertisement
আরও পড়ুন