—প্রতীকী ছবি।
লজেন্সের লোভ দেখিয়ে ঘরে ডেকে ছ’বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল ৪০ বছরের প্রতিবেশীর বিরুদ্ধে। আরও অভিযোগ, শিশুটি চিৎকার করে উঠলে তাকে গলা টিপে খুন করেন অভিযুক্ত। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের ঘটনা। ঘটনার পর থেকে ফেরার ছিলেন অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। পালাতে গেলে গুলি চালায় তারা। পুলিশের গুলিতে আহত হয়ে এখন হাসপাতালে অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মনসুরপুর থানার অধীন গ্রামে এই ঘটনা হয়েছে। থানায় অভিযোগ দায়ের হওয়ার পরে তদন্তে নামে পুলিশ। আধিকারিক রামাশিস যাদব জানিয়েছেন, শুক্রবার সকালে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন অভিযুক্ত। তাঁকে ধরতে গেলে তিনি গুলি ছোড়েন বলে অভিযোগ। পুলিশের পাল্টা গুলিতে আহত হন অভিযুক্ত। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
নির্যাতিতার পরিবার আদতে অসমের বাসিন্দা। থানায় অভিযোগ করে তারা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে লজেন্সের লোভ দেখিয়ে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে যান অভিযুক্ত। তাকে ধর্ষণ করার পরে গলা টিপে খুন করেন।