সত্যেন্দ্র জৈন এবং অরবিন্দ কেজরীওয়াল। — ফাইল চিত্র।
বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ধৃত দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ) নেতা সত্যেন্দ্র জৈনের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালতের বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি এমএম সুন্দরেশের বেঞ্চ সত্যেন্দ্রের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখার পরে অন্তর্বর্তী জামিনের মেয়াদ আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করছেন।
গত ২৬ মে সুপ্রিম কোর্ট শারীরিক অসুস্থতার কারণে সত্যেন্দ্রের ছ’সপ্তাহের জামিন মঞ্জুর করেছিল। তার আগে জেলের শৌচালয়ে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলেন সত্যেন্দ্র। তাঁর মেরুদণ্ডে চোট লেগেছিল। পাশাপাশি শ্বাসকষ্টের কারণে তাঁকে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছিল। জুলাই মাসে সত্যেন্দ্রের জামিনের সময়সীমা পাঁচ সপ্তাহ বাড়িয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সময়সীমা পেরনোর আগেই ফের বাড়ল মেয়াদ।
প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ মে হাওয়ালার মাধ্যমে বেআইনি ভাবে টাকা লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হয়েছিলেন দিল্লির তৎকালীন মন্ত্রী সত্যেন্দ্র। জেলবন্দি অবস্থায় কয়েক মাস থাকার পরে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। জেলে যাওয়া ইস্তক নিজেকে ‘অসুস্থ’ বলে দাবি করেছেন সত্যেন্দ্র। কয়েক মাস আগে জেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, তিনি একাকিত্বে ভুগছেন। মানসিক অবসাদ ঘিরে ধরেছে তাঁকে। তাই দু’জন সঙ্গী চেয়েছিলেন। দিল্লির প্রাক্তন মন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে কর্তৃপক্ষের কোপে পড়তে হয় তিহাড়ের ৭ নম্বর জেলের সুপারকে। তাঁকে শোকজ় করা হয়। অভিযোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই আপ নেতার আবেদনে সাড়া দিয়েছিলেন তিনি।