Burn Injuries

আগুন দিয়ে চুল কাটাতে গিয়ে বড় বিপত্তি! গলা আর বুক পুড়ে গেল কিশোরের

বুধবার ভাবি টাউনের এক সেলুনে চুল কাটাতে গিয়েছিলেন ১৮ বছরের তরুণ। আগুন দিয়ে চুল পোড়ানোর সময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ১৫:১০
আগুনে পুড়ে হাসপাতালে ভর্তি তরুণ।

আগুনে পুড়ে হাসপাতালে ভর্তি তরুণ। —ছবি প্রতীকী।

আগুন দিয়ে চুল কাটাতে গিয়েছিলেন তরুণ। সেই আগুনে পুড়়ে গেল শরীরে বেশ কিছু অংশ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। গুজরাতের ভালসাদ জেলার ভাপি টাউনের ঘটনা।

গত কয়েক বছরে দেশে-বিদেশে আগুন দিয়ে চুল কাটানোর প্রবণতা বাড়ছে। কাঁচির বদলে চুলে বিশেষ রাসায়নিক মাখিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বুধবার ভাবি টাউনের এক সেলুনে চুল কাটাতে গিয়েছিলেন ১৮ বছরের তরুণ। আগুন দিয়ে চুল পোড়ানোর সময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তরুণের গলা, বুক ঝলসে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে ভালসাদের সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাঁকে সুরতের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

খবর পেয়ে তদন্তে নামে ভালসাদ থানার পুলিশ। তদন্তকারী আধিকারিক করমসিংহ মাকওয়ানা জানিয়েছেন, তরুণ সুস্থ হলে তাঁর বয়ান নেওয়া হবে। ওই ক্ষৌরকারের বয়ানও রেকর্ড করা হবে। আগুনে চুল পোড়ানোর আগে তাতে কী রাসায়নিক দেওয়া হয়েছিল, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন