Indian Railways

বাহানগায় লাইন মেরামতির কাজে বৃহস্পতিবার বাতিল ২৬টি দূরপাল্লার ট্রেন, যাত্রাপথ বদল ৪টির

বৃহস্পতিবার কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হবে বলে রেল সূত্রে খবর। ওই দিন খড়্গপুর-ভদ্রক শাখায় বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জুন ২০২৩ ২০:০২
Representational Image of train

প্রতীকী ছবি।

ওড়িশার বাহানগা বাজার স্টেশনের লাইন মেরামতির কাজের জন্য বৃহস্পতিবার খড়্গপুর ডিভিশনের ২৬টি দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ। ওই দিন খড়্গপুর-ভদ্রক শাখায় বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে।

রেল জানিয়েছে, ১৫ জুন ভদ্রক-হাওড়া, ভদ্রক-বালেশ্বর, পুরী-জলেশ্বর, ভুবনেশ্বর-বালেশ্বের স্পেশাল এক্সপ্রেস-সহ মোট ২৬টি ট্রেন বাতিল করা হয়েছে। এ ছাড়া, খড়্গপুর-ভদ্রক স্পেশাল ০৮০৬৩ নম্বর ট্রেনটির যাত্রা শেষ হবে বালেশ্বরে। সেখান থেকে ভদ্রক-খড়্গপুর স্পেশাল ০৮০৬৪ ট্রেনটি যাত্রা শুরু করবে।

Advertisement

বৃহস্পতিবার কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হবে বলে রেল সূত্রে খবর। যোগনগরী হৃষীকেশ-পুরী এক্সপ্রেসের ১৮৪৭৮ ট্রেনটি ঘুরপথে ঝাড়সুগুদা রোডের রুট ধরে এগোবে। অন্য দিকে, পুরী থেকে হৃষীকেশগামী এই এক্সপ্রেসের ১৮৪৭৭ নম্বর ট্রেনটি ওই একই রুটে চালানো হবে।

Advertisement
আরও পড়ুন