Maharashtra Politics

‘আমরা ১০০ আসন চাই’! বিধানসভা ভোটের আগে মহারাষ্ট্রে বিজেপির উপর চাপ বাড়াল শিন্ডেসেনা?

একনাথ শিন্ডেপন্থী শিবসেনা এবং অজিত পওয়ারপন্থী এনসিপির সঙ্গে বিধানসভা নির্বাচনের আসন সমঝোতা নিয়ে বিজেপির টানাপড়েন শুরু হয়েছে। অক্টোবরে সে রাজ্যে বিধানসভা ভোট।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৪ ০৯:৩৯
মহারাষ্ট্রের শাসক জোটের নেতারা।

মহারাষ্ট্রের শাসক জোটের নেতারা। — ফাইল চিত্র।

বিধানসভা ভোটের আগে মহারাষ্ট্রে বিজেপির উপর চাপ বাড়াল মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেপন্থী শিবসেনা। শিন্ডে-ঘনিষ্ঠ শিবসেনা নেতা তথা প্রাক্তন মন্ত্রী রাম কদম বৃহস্পতিবার দলের একটি কর্মসূচিতে প্রকাশ্যে বলেন, ‘‘মহারাষ্ট্রের ২৮৮টি লোকসভা আসনের মধ্যে আমাদের অন্তত ১০০টিতে লড়া উচিত।’’

Advertisement

আগামী অক্টোবরে মহারাষ্ট্রে বিধানসভা ভোট হওয়ার কথা। ২০১৯ সালের বিধানসভা ভোটে সে রাজ্যে বিজেপি ১৫২ এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন অবিভক্ত শিবসেনা ১২৪টিতে লড়েছিল। এ বার শিন্ডেসেনা এবং অজিত পওয়ারপন্থী এনসিপি ইতিমধ্যেই আসন রফার জন্য বিজেপির উপর চাপ তৈরি শুরু করেছে বলে জল্পনা ছিল। রামদাসের মন্তব্যে তা প্রকাশ্যে চলে এল।

লোকসভা ভোটের পরেই নতুন করে টানাপড়েন শুরু হয়েছে মহারাষ্ট্রে বিজেপি, শিন্ডেসেনা এবং অজিতপন্থী এনসিপির জোট ‘মহাদ্যুতি’র অন্দরে। শিন্ডে শিবিরের কয়েক জন বিধায়ক শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে যোগাযোগ করেছেন বলে ‘খবর’। অজিতপন্থী অন্তত ১৫ জন বিধায়কের সঙ্গে শরদ পওয়ারের ‘যোগাযোগের’ জল্পনাও রয়েছে। এই আবহে ১৭ জুন বিজেপির তরফে সে রাজ্যের বিধানসভা ভোটে পর্যবেক্ষক এবং সহ-পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে নরেন্দ্র মোদী মন্ত্রিসভার দুই সদস্য ভূপেন্দ্র যাদব ও অশ্বিনী বৈষ্ণবকে।

এ বারের লোকসভা ভোটে বিজেপি, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং অজিতপন্থী এনসিপির পাশাপাশি এনডিএ-তে ছিলেন রাষ্ট্রীয় সমাজ পক্ষের নেতা মহাদেব জানকর। পাশাপাশি রাজ ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-ও সমর্থন জানিয়েছিল এনডিএ-কে। তবুও বিপর্যয় এড়ানো যায়নি। ৪৮টি লোকসভা আসনের মধ্যে এ বার বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ী তথা ইন্ডিয়া মঞ্চ পেয়েছে ৩০টি আসন। তার মধ্যে কংগ্রেস ১৩টি, উদ্ধবের শিবসেনা ন’টি এবং শরদ পওয়ারের এনসিপি আটটিতে জিতেছে।

অন্য দিকে, বিজেপির নেতৃত্বাধীন ‘মহাদ্যুতি’ জোট (বিজেপি, অজিতপন্থী এনসিপি, একনাথ শিন্ডেপন্থী শিবসেনা) জিতেছে ১৭টি আসনে। বিজেপি ন’টি, শিন্ডেসেনা সাতটি, অজিতপন্থী এনসিপি পেয়েছে মাত্র একটি আসন। সাংলি লোকসভা কেন্দ্রে জিতেছেন নির্দল প্রার্থী তথা প্রাক্তন কংগ্রেস নেতা বিশাল পাটিল। জেতার পরেই সনিয়া গান্ধী এবং রাহুলের সঙ্গে সাক্ষাৎ করে কংগ্রেসের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে বিরোধী জোটের নেতারা ইতিমধ্যেই বিধানসভা ভোটেও ঐক্যবদ্ধ ভাবে লড়ার কথা ঘোষণা করেছেন। ফলে মহারাষ্ট্র সরকার রক্ষা পদ্মশিবিরের সামনে বড় চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন